কয়লা সঙ্কটের জের! দেশের এই রাজ্যে বাতিল শতাধিক ট্রেন
Connect with us

দেশের খবর

কয়লা সঙ্কটের জের! দেশের এই রাজ্যে বাতিল শতাধিক ট্রেন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। একদিকে তীব্র গরম তার উপর বেজায় কয়লা সঙ্কটের মুখে পড়েছে দেশের বেশকিছু রাজ্য। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে বাতিল করে দেওয়া হল প্রায় ৪২ জোড়া লোকাল ট্রেন। সমস্যায় যাত্রীরা।

জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কয়লা সঙ্কটের জেরে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে যোগানের ঘাটতি দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের কাজ। দেশের বেশকিছু রাজ্যে মজুত রয়েছে মাত্র কয়েক দিনের কয়লা। এই অবস্থায় তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে দ্রুত বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পৌঁছে দেওয়ার জন্য বাতিল করে দেওয়া হয়েছে একাধিক লোকাল ট্রেন। কারণ, যাতে মালগাড়ি এবং ট্রাকগুলি দ্রুত তাদের গন্তব্যে পৌঁছতে পারে।

এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে ভারতীয় রেলের এক্সিকিউটিভ ডিরেক্টর Gaurav Krishna Bansal জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ পরিষেবা অচল হওয়ার পথে। এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত মালগাড়িগুলিকে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যাতে সাধারণ মানুষেরা কোনও সমস্যায় না পড়েন। যার কারনে সাময়িক ভাবে বেশকিছু লোকাল ট্রেন তুলে নেওয়া হয়েছে। এরজন্য আপাতভাবে যাত্রীদের অসুবিধা হলেও বিদ্যুৎ সঙ্কট পরিস্থিতিতে অন্তত বড়সড় বিপর্যের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

Advertisement

আরও পড়ুন: অর্থনৈতিক সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী দেশ, ত্রাণ সামগ্রী পাঠাতে বিশেষ বিল পাস

এই ছত্তিশগড়ের এক সাংসদ জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রগুলিতে দ্রুত কয়লা সরবরাহের জন্য তাঁদের রাজ্যে আপাতত তিনটি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। যদিও পরে এই বাতিল ট্রেনের সংখ্যা আরও বাড়বে কিনা সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি ওই মন্ত্রী। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ) এর দৈনিক কয়লা মজুতের রিপোর্ট অনুসারে, ১৬৫টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৫৬টিতে ১০% বা তার কম কয়লা অবশিষ্ট রয়েছে। এছাড়াও দেশের ২৬টি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে পাঁচ শতাংশেরও কম কয়লা মজুত আছে।

আরও পড়ুন: দেশজুড়ে জোরালো হচ্ছে কয়লা সঙ্কট, অন্ধকারে ডুবতে চলেছে এই রাজ্যগুলি

Advertisement

দিল্লির বিদ্যুৎ মন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন যে, ”গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলিতে এক দিনেরও কম কয়লা অবশিষ্ট ছিল। যেখানে কমপক্ষে ২১ দিনের কয়লা মজুত থাকা উচিত।” তিনি আরও জানান, বিপুল পরিমাণের এই কয়লা সঙ্কটের কারণে অন্ধকারে ডুবতে পারে রাজধানী। মেট্রো এবং সরকারি হাসপাতালের মতো জরুরি পরিষেবাগুলিতে বাধা সৃষ্টি করতে পারে।