বিচার ব্যবস্থায় স্থানীয় ভাষার ব্যবহারে জোর, সাধারণের জন্য বিশেষ বার্তা মোদির
Connect with us

দেশের খবর

বিচার ব্যবস্থায় স্থানীয় ভাষার ব্যবহারে জোর, সাধারণের জন্য বিশেষ বার্তা মোদির

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আয়োজিত বৈঠকে বিচার ব্যবস্থাকে আরও মজবুত করার উপর সওয়াল করলেন প্রধানমন্ত্রী Narendra Modi

শনিবার দিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত একটি আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ”আমাদের দেশের বিচার ব্যবস্থা সংবিধানের অভিভাবকের ভূমিকা পালন করে চলে। সেখানে আইনসভা নাগরিকদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। আমার বিশ্বাস সংবিধানের এই দুই বিভাগের সম্মিলিত ভারসাম্য আমাদের নাগরিক সমাজের কাছে আইন ও বিচার ব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য করে তুলবে।”

তিনি আরও বলেন, ”আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর দিতে হবে আমাদের। এর ফলে আমজনতার বিশ্বাস বাড়বে দেশের বিচার ব্যবস্থার প্রতি। তাঁরা এর সঙ্গে আরও বেশি করে সংযোগ অনুভব করবেন।”

Advertisement

আরও পড়ুন: রমজানের নামাজের মধ্যেই আত্মঘাতী বিস্ফোরণ, হত ৫০

এরই পাশাপাশি মোদি বলেন, দেশে অন্তত ১৮০০ আইন রয়েছে যা এখন অপ্রাসঙ্গিক। কেন্দ্র এই আইনগুলিকে চিহ্নিত করেছে বলেও জানান তিনি। মোদি আরও বলেন, ”কেন্দ্র ইতিমধ্যেই ১৪৫০টি আইন বাতিল করেছেন। কিন্তু রাজ্যগুলি মাত্র ৭৫টি আইন বাতিল করেছে।”

আরও পড়ুন: কয়লা সঙ্কটের জের! দেশের এই রাজ্যে বাতিল শতাধিক ট্রেন

Advertisement

এরই পাশাপাশি দেশে বিচারাধীন বন্দিদের মামলাগুলিকে প্রাধান্য দেওয়ার বিষয়ে হাইকোর্টের বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানান মোদি। তিনি বলেন, ”দেশে প্রায় সাড়ে ৩ লাখ বন্দি রয়েছেন। তাঁদের অধিকাংশই দরিদ্র মানুষ। প্রতিটি জেলাতেই জেলা আদালতের বিচারকের নেতৃত্বে একটি করে কমিটি রয়েছে বিষয়টি দেখার। তারা চাইলে ওই বন্দিরা জামিনে মুক্তিও পেতে পারেন। বিষয়টি খতিয়ে দেখতে সকলের কাছে আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.