দেশের খবর
আরও মহার্ঘ জ্বলানি! বাড়ল রান্নার গ্যাসের দাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাসের শুরুতেই গৃহস্থের রান্নাঘরে ফের পড়ল কোপ। গত অক্টোবরের পর ফের একধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। এবার থেকে ১৪ কেজি এলপিজি গ্যাস কিনতে গেলে আমজনতাকে পকেট থেকে খসাতে হবে ১০২৬ টাকা।
এর আগে রান্নার গ্যাসের দাম ছিল ৯৭৬ টাকা। স্বভাবতই একধাক্কায় গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানোয় মাথায় হাত পড়ল মধ্যবিত্তের। তবে শুধু রান্নার গ্যাসের দামই নয়, কয়েকদিন আগেই দাম বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। এবার থেকে হোটেলে ১৯ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে গেলে গ্রাহকদের খরচ করতে হবে ২৩৫৫.৫০ টাকা।
The price of 14.2 kg Domestic LPG cylinder increased by Rs 50 with effect from today. The domestic cylinder will cost Rs 999.50/cylinder from today.
— ANI (@ANI) May 7, 2022
একদিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। দেশজুড়ে সেঞ্চুরি হাঁকাচ্ছে পেট্রোল-ডিজেল। তার উপর এদিন নতুন করে রান্নার গ্যাসের দাম একলাফে ৫০ টাকা বেড়ে যাওয়া যেন মরার উপর খাঁড়ার ঘা’এর মতোন অবস্থা সাধারণ মানুষের কাছে।
আরও পড়ুন: মাসের শুরুতেই জ্বালানির দরে ছ্যাঁকা, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
উল্লেখ্য, একদিকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তো অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস ওঠার যোগার আমজনতার। যেন দিন যত যাচ্ছে ততই পকেটের উপর চাপ বাড়ছে সাধারণ মানুষের। গরমের তপ্তদিনে সেই তাপ আরও বাড়িয়ে দিল ঊর্ধ্বমুখী গ্যাসের দাম।
মাসের প্রথমেই গৃহস্থের পকেটে টান! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে বাড়ানো হয়েছে LPG গ্যাসের দাম। গত ১ মে বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১০২ টাকা ৫০ পয়সা। যারফলে এবার থেকে হোটেল-রেস্তোরা বা ব্যবসায়িক কাজে বাণিজ্যিক গ্যাস কিনতে গেলে পকেট থেকে খসাতে হবে ২৩৫৫ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুন: কেন্দ্রের উচিত অবিলম্বে গ্যাসের দাম ৩০০ টাকা কমিয়ে দেওয়া: মমতা বন্দ্যোপাধ্যায়
১ মে থেকে সারাদেশে বাণিজ্যিক গ্যাসের এই নতুন দাম কার্যকরী হয়েছে। তবে শুধু বাণিজ্যিক গ্যাস নয়, বাড়ানো হয়েছে ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দামও। ১ মে থেকে ৫ কেজি এলপিজি গ্যাসের দাম হচ্ছে ৬৫৫ টাকা। এর আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২৩৫৩ টাকা। ১০২ টাকা দাম বাড়ানোয় নতুন দাম হল ২৩৫৫ টাকা ৫০ পয়সা।