বাংলার খবর
‘দেরীতে হলেও ওনার ঘুম ভেঙেছে’, লকেটের নিশানায় তৃণমূল সাংসদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাঁসখালির ঘটনা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। নৃশংস এই ধর্ষণের ঘটনার নিন্দায় সরব হয়েছে রাজ্যের শাসক-বিরোধি দলের নেতামন্ত্রীরা। ঘটনার নিন্দায় সরব হয়েছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ও।
এদিকে দমদমের TMC সাংসদ সৌগত রায়ের বক্তব্যের প্রেক্ষিতে হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ”ওনার ঘুম ভেঙেছে বলতে হবে। বাকি বুদ্ধিজীবিদের তো আর ঘুম ভাঙেনি। একজন দলের সাংসদ হয়ে যে ওনার এতদিনে ঘুমটা ভাঙলো, উনি নিজে মুখে স্বীকার করে নিলেন যে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও বাংলার মহিলারা সুরক্ষিত নয়। এবার বাকিদের ঘুম ভাঙলে হয়।এখন দেখুন এই কথা বলার জন্য কি শাস্তি পেতে হয়।”
বৃহস্পতিবার হাঁসখালির ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে, তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ”যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে এই ধরণের একটা ঘটনাও খুব লজ্জার।”
আরও পড়ুন: বেসুরো সৌগত রায়, হাঁসখালির ঘটনায় বিস্ফোরক মন্তব্য সাংসদের
জানা গিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর থানার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে একথা বলেন তৃণমূলের বর্ষীয়াণ এই সাংসদ। তিনি আরও বলেন, ”সকলেই চিন্তিত, রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা এখানে একদম বরদাস্ত করা হবে না। কঠোরতম ব্যবস্থা নিতে হবে।রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা সেখানে এই ধরনের একটা ঘটনাও খুব লজ্জার। পুলিশকে বলব ব্যবস্থা নিতে।”
আরও পড়ুন: অনন্ত মহারাজকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, বাড়ছে দলবদলের জল্পনা
উল্লেখ্য, হাঁসখালিকাণ্ডের তদন্তে নেমে বুধবার গভীর রাতে থানায় গিয়ে তথ্য সংগ্রহ করেন সিবিআই-এর ৩ সদস্যের টিম। বুধবার গভীর রাতে দুই মহিলা সহ সিবিআই-এর ৩ অফিসার হাঁসখালি থানায় যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুলিশের কাছ থেকে কেস ডায়েরি ও অন্যান্য তথ্য সংগ্রহ করেন সিবিআই অফিসাররা। প্রায় চার ঘণ্টা থানায় ছিলেন তাঁরা।
আরও পড়ুন: RanbirAlia Wedding: প্রতীক্ষার অবসান, চারহাত এক হল রালিয়ার
বৃহস্পতিবার সিবিআই-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। আর একটি দল কথা বলবে মৃতার পরিবারের সঙ্গে। ঘটনাস্থলে আসবে ফরেন্সিক দলও। সেইসঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সিবিআই এই মামলার তদন্ত করছে, তা স্থানীয় আদালতে জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায়, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে স্থানীয় তৃণমূল নেতার ছেলে। ওই ঘটনায় সিবিআইকে তদন্ত করতে বলেছে হাইকোর্ট।