বাংলার খবর
অনন্ত মহারাজকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, বাড়ছে দলবদলের জল্পনা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গ্রেটার নেতা অনন্ত মহারাজ জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার সকাল-সকাল শুভেচ্ছাবার্তা উপহার নিয়ে অনন্ত মহারাজের বাড়ি পৌঁছে যান কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান ও কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ।
আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কারণ, গত নির্বাচনগুলিতে এই অনন্ত মহারাজ সরাসরিভাবে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে করেছিলেন। যদিও ইতিমধ্যেই রাজবংশী ভোটকে নিজের দিকে করার জন্য গত ফেব্রুয়ারি মাসে অনন্ত মহারাজের ডাকে চিলা রায়ের জন্ম জয়ন্তী উৎসবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আবার সেই অনন্ত মহারাজের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি, অনন্ত মহারাজ বিজেপির সঙ্গেই রয়েছেন। তৃণমূল কংগ্রেস শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতির করাবার চেষ্টা করছে।
আরও পড়ুন ‘নকুলদানা খাওয়ানোর লোক হাসপাতালে ভর্তি’, সেই দায়িত্ব আমরা পালন করছি তোপ দিলীপের
উল্লেখ্য, কোচবিহার জেলা সহ উত্তরবঙ্গের জুড়ে রাজবংশী ভোট একটা মূল ভূমিকা রয়েছে প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রে। তবে বর্তমানে এই রাজবংশী ভোট দু’ভাগে বিভক্ত রয়েছে। একদিকে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ। অন্যদিকে দি – গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশী বদন বর্মন। বংশী বদন বর্মন বহুদিন আগেই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছেন। তবে বংশী বদন বর্মন থেকে বেশি প্রভাবশালী এই অনন্ত মহারাজ।
আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ডে CBI জালে আরও ১
শুধু তাই নয়, যার প্রভাব গত নির্বাচনগুলোতে দেখা দিয়েছে। গত লোকসভা নির্বাচন অথবা বিধানসভা নির্বাচনে অনন্ত মহারাজ সরাসরি বিজেপি নির্বাচনী প্রচার করেছিলেন। যার প্রভাব ভোটবাক্সে পড়েছে, উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করেছে। তাই প্রতি মুহূর্তেই অনন্ত মহারাজকে নিজের দিকে করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে গত ফেব্রুয়ারি মাসে বির চিলা রায়ের জন্ম জয়ন্তী উৎসবে অনন্ত মহারাজের ডাকে মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবার অনন্ত মহারাজের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তার সঙ্গে উপহারও পাঠান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে কোচবিহারের চকচকা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বড়গিলা মহারাজের বাড়িতে পৌঁছে যান জেলাশাসক পবন কাদিয়ান ও পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা উপহার তুলে দেন অনন্ত মহারাজ হাতে।