বিনোদন
RanbirAlia Wedding: প্রতীক্ষার অবসান, চারহাত এক হল রালিয়ার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ প্রতীক্ষার অবসান! মুম্বইয়ের আরকে হাউসে চাঁদের হাট। এই বছরের সবচেয়ে বড় তারকা বিবাহের আসর বসেছে মুম্বইয়ে। বুধবার, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেহেন্দির মতো প্রাক বিবাহের অনুষ্ঠান সাঙ্গ হয়ে গিয়েছে। পালি হিলসে রণবীরের বাসভবন বাস্তুতে দুই তরফেরই বন্ধু এবং আত্মীয় সমাগম ঘটেছে।
শুধু তাই নয়, বৃহস্পতিবার দুপুর ২’টো থেকে শুরু হবে বিয়ের আচার অনুষ্ঠাণ। পাঞ্জাবী রীতি মেনেই হবে রালিয়ার বিয়ে। হাইপ্রোফাইল এই বিয়ে ঘিরে চিত্রসাংবাদিকদের নাওয়া খাওয়া শিকেয় উঠেছে স্বাভাবিকভাবেই। অনুষ্ঠানে আগত সমস্ত সেলিব্রিটিদের নানান মুহূর্তকে ক্যামেরায় ধরতে ব্যস্ত তাঁরা।
আরও পড়ুন: অসম বয়সী প্রেমে চুটিয়ে সংসার করছেন যেসব তারকারা
এদিন সকাল সকাল রণবীরের বাড়ি পালি হিলের বাস্তু অ্যাপার্টমেন্টে এসে হাজির হন সোনি রাজদান ও শাহিন ভাট। হলদি অনুষ্ঠানে এসেছিলেন নীতু কাপুর ও ঋদ্ধিমা কাপুর সাহানি। তবে সকাল ১০.৩০ নাগাদ বাস্তু থেকে বাড়ি ফিরে যান। আপাতত বিয়ের জন্য সাজে ব্যস্ত আলিয়া। বিয়েতে নিজের ছবির গান বাজাতে বারণ করেছেন রণবীর, এমনটাই খবর। সম্পূর্ণ পাঞ্জাবী মতে বিয়ে করবেন রণবীর আলিয়া।
আরও পড়ুন: বি-টাউনে সানাই বাজার আগেই রণবীর-আলিয়ার উষ্ণতায় মাখা ছবি মাত করছে নেটপাড়া
বৃহস্পতিবার দুপুর ২ টোয় বিয়ের লগ্ন। তার আগেই ট্র্যাডিশন অনুযায়ী বরযাত্রী নিয়ে বারাত নিয়ে আসবেন রণবীর কাপুর। কৃষ্ণা রাজ বাংলো থেকে বাস্তু অবধি আসবেন রণবীর। সেকারণেই প্রায় ২০ মিনিট বন্ধ থাকবে সেই রাস্তা। তবে সূত্রের খবর এখনও অবধি পালি হিলের পুলিশের কাছে কোনও অনুমতি নেয়নি কাপুর পরিবার। তাহলে কি ঘোড়ায় চেপে বারাত নিয়ে আসতে পারবেন রণবীর, তা এখনও ধোঁয়াশায় রয়েছে।
এদিকে হাইপ্রোফাইল এই বিয়েতে খাবারের মেনু থেকে শুরু করে অতিথিদের তালিকা সবটাই বেশ জমকালো। কাপুর পরিবারের ছেলের বিয়ে বলে কথা। তবে আলিয়া-রণবীরের বিয়ের লুক এখনই প্রকাশ্যে আসেনি। বিশেষ অনুমতিপত্র ছাড়া ঢোকা যাবে না বিবাহ মণ্ডপে। অগত্য এখন সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেই রালিয়ার বিয়ের আপডেট নিচ্ছেন তাঁর অনুরাগীরা।