বেসুরো সৌগত রায়, হাঁসখালির ঘটনায় বিস্ফোরক মন্তব্য সাংসদের
Connect with us

বাংলার খবর

বেসুরো সৌগত রায়, হাঁসখালির ঘটনায় বিস্ফোরক মন্তব্য সাংসদের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাঁসখালির ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। নৃশংস এই ধর্ষণের ঘটনার নিন্দায় সরব হয়েছে রাজ্যের শাসক-বিরোধি দলের নেতামন্ত্রীরা।

বৃহস্পতিবার হাঁসখালির ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে, তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ”যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে এই ধরণের একটা ঘটনাও খুব লজ্জার।”

আরও পড়ুন: রাতের অন্ধকারে অপহরণ করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ২০ বছরের কারাদণ্ড দিল আদালত

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার দক্ষিনেশ্বর থানার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে একথা বলেন তৃণমূলের বর্ষীয়াণ এই সাংসদ। তিনি আরও বলেন, ”সকলেই চিন্তিত, রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা এখানে একদম বরদাস্ত করা হবে না। কঠোরতম ব্যবস্থা নিতে হবে।রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা সেখানে এই ধরনের একটা ঘটনাও খুব লজ্জার। পুলিশকে বলব ব্যবস্থা নিতে।”

 

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ডে CBI জালে আরও ১

Advertisement

এদিকে দমদমের TMC সাংসদ সৌগত রায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ”ওনার ঘুম ভেঙেছে বলতে হবে। বাকি বুদ্ধিজীবিদের তো আর ঘুম ভাঙেনি। একজন দলের সাংসদ হয়ে যে ওনার এতদিনে ঘুমটা ভাঙলো, উনি নিজে মুখে স্বীকার করে নিলেন যে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও বাংলার মহিলারা সুরক্ষিত নয়। এবার বাকিদের ঘুম ভাঙলে হয়।এখন দেখুন এই কথা বলার জন্য কি শাস্তি পেতে হয়।”

উল্লেখ্য, হাঁসখালিকাণ্ডের তদন্তে নেমে বুধবার গভীর রাতে থানায় গিয়ে তথ্য সংগ্রহ করেন সিবিআই-এর ৩ সদস্যের টিম। বুধবার গভীর রাতে দুই মহিলা সহ সিবিআই-এর ৩ অফিসার হাঁসখালি থানায় যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুলিশের কাছ থেকে কেস ডায়েরি ও অন্যান্য তথ্য সংগ্রহ করেন সিবিআই অফিসাররা। প্রায় চার ঘণ্টা থানায় ছিলেন তাঁরা।

বৃহস্পতিবার সিবিআই-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। আর একটি দল কথা বলবে মৃতার পরিবারের সঙ্গে। ঘটনাস্থলে আসবে ফরেন্সিক দলও। সেইসঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সিবিআই এই মামলার তদন্ত করছে, তা স্থানীয় আদালতে জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায়, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে স্থানীয় তৃণমূল নেতার ছেলে। ওই ঘটনায় সিবিআইকে তদন্ত করতে বলেছে হাইকোর্ট।

Advertisement