খেলা-ধূলা
সেঞ্চুরিয়ানে রাহুলের সেঞ্চুরি দিয়েই প্রোটিয়া সফর শুরু ভারতের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দক্ষিণ আফ্রিকা সফরে শুরুটা দারুণভাবেই করল ভারত। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের প্রথম দিনে দাপট দেখালেন ভারতীয় ব্যাটসম্যানরা। টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বিরাট কোহলি। শুরুটা দুরন্ত করেন দুই ওপেনার কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়ালা।
ফলে রবিবার সেঞ্চুরিয়ান পার্কে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারত চালকর আসনে। প্রথম দিনের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ২৭২ রান করেছে। শতরান করলেন রাহুল। অর্ধ শতরান করলেন মায়াঙ্ক। দু’জনের ১১৭ রানের ওপেনিং পার্টনারশিপ ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। এদিনের শতরান নিয়ে টেস্টে সপ্তম শতরান করলেন কেএল রাহুল। গত অগস্টে লর্ডসে শতরানের পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করলেন রাহুল। ২৪৮ বলে ১৭ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারির সাহায্যে ১২২ রানে অপরাজিত রয়েছেন তিনি। ৬০ রান করে আউট হন মায়াঙ্ক। তবে চেতেশ্বর পুজারা (০) আবারও ব্যর্থ।
মায়াঙ্ককে ফেরানোর পরের বলেই পুজারাকে ফিরিয়ে দেন এনগিডি। টেস্ট অধিনায়ক বিরাট কোহলিও মাত্র ৩৫ রানে আউট হয়েছেন। এবারও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ বিরাট। তাঁকেও ফেরালেন এনগিডি। চার পেসারে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম সেশনে ভারতের কোনও উইকেট নিতে পারেননি দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, লুনগি এনগিডিরা। বরং বোলিং আক্রমণকে ভোঁতা করে দুরন্ত পার্টনারশিপ করেন রাহুল-মায়াঙ্ক। তবে যাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল, সেই অজিঙ্কা রহানে দিনের শেষে ৪০ রান করে অপরাজিত রয়েছেন।