খেলা-ধূলা
শতরান হাতছাড়া পন্থের, প্রোটিয়াদের ২৮৮ রানের টার্গেট দিল ভারত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-১ ফলে হেরে ওয়ানডে সিরিজকে পাখির চোখ করেছিল ভারত। কিন্তু প্রথম ওয়ানডেতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। এর পর শুক্রবার শুরু হয়েছে দ্বিতীয় একদিনের ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা একদিকে যেমন চাইবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে, অপরদিকে ভারত চাইবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে। এদিন ভারত অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই অপেনার রাহুল এবং শিখর ধাওয়ান ইনিংস শুরু করেন। শুরুটা খারাপ হয়নি ভারতের। একটা সময় বিনা উইকেটে ৬৩ রান ছিল। এরপর শিখর ধাওয়ান ২৯ রানে আউট হলে ক্রিজে আসেন বিরাট কোহলি। কিন্তু এদিন রান পাননি বিরাট। শূন্য রান করেই আউট হন। ৬৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর ক্রিজে আসেন ঋষভ পন্থ। অধিনায়ক রাহুলের সঙ্গে জুটি বেঁধে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন।
দু’জনে মিলে ১১৫ রানের পার্টনারশিপ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। রাহুল ৫৫ রান করে আউট হলেও টানতে থাকেন পন্থ। শ্রেয়স আইয়ার (১১) এবং ভেঙ্কটেশ আইয়ার (২২) আবারও সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ। শেষ পর্যন্ত ভারত ৫০ অভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ পন্থ ৮৫ রান করেন। ৭১ বলে ১০ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারির সাহায্যে এই ইনিংস খেলেন ঋষভ। এছাড়াও শার্দুল ঠাকুর ৪০ এবং অশ্বিন ২৫ রানে অপরাজিত থেকে যান। আফ্রিকান বোলারদের মধ্যে সামসি দু’টি এবং মাগালা, মার্করাম, কেসব মহারাজ ও ফেলুকাও একটি করে উইকেট পেয়েছেন।