আন্তর্জাতিক
২৭ ডিসেম্বর দিনটি কেন বিশেষ, জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২৭ ডিসেম্বর দিনটি কেন স্মরণীয় তা দেখে নেওয়া যাক।
এই দিনটি যাঁদের জন্মদিন:
১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর বলিউড অভিনেতা সলমন খান জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৫৬ তম জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে পাঞ্চি বোরা যিনি একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং অসমের মডেল, তিনি জন্মগ্রহণ করেন। গালিব ছিলেন একজন ভারতীয় কবি। তিনি ১৭৯৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৮৯৮ সালের এই দিনটি পাঞ্জাবরাও দেশমুখের জন্মদিন।
তিনি ছিলেন একজন সামাজ কর্মী এবং ভারতের কৃষক আন্দোলনের অন্যতম নেতা । ১৯৩৭ সালে শঙ্কর দয়াল সিং আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন লোকসভার অন্যতম সর্বকনিষ্ঠ সদস্য। ১৯৪৪ সালের ২৭ ডিসেম্বর দিনটি বিজয় অরোরার জন্মদিন। তিনি ছিলেন হিন্দি চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী
১৯৮৭ সালের ২৭ ডিসেম্বর প্রয়াতে হন শান্তি দেবী। তিনি নিজেকে জাতিস্মর হিসেবে দাবি করেছিলেন। এবং তাঁকে নিয়ে এই বিষয়ের গবেষণা শুরু হয়েছিল। ২০০৩ সালে কন্নড় ভাষার কবি কিক্কেরি সুব্বারাও নরসিংহস্বামী আজকের দিনে পরলোক গমন করেন। নারা ভেঙ্কটেশ্বর রাও একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা তথা তেলেগু সিনেমার অভিনেতা। ২০০৯ সালের আজকের দিনে তাঁর মৃত্যু হয়। ২০১৩ সালের ২৭ ডিসেম্বর অতি পরিচিত বলিউড অভিনেতা ফারুক শেখ প্রয়াত হন। যিনি ছিলেন একজন সমাজসেবী এবং টেলিভিশন উপস্থাপক।
অন্যান্য যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়
১৯৭৫ সালের এই দিনে চাসনালা কোলিয়ারি বিস্ফোরণে ধানবাদে ৩৫০ জনের মৃত্যু হয়েছিল। ২০০৪ সালের আজকের দিনে এসজিআর ১৮০৬ -২০ ম্যাগনেটারে বিস্ফোরণ থেকে উজ্জ্বল বিকিরণ পৃথিবীতে পৌঁছায়। এটি এই গ্রহে প্রত্যক্ষ করা সবচেয়ে উজ্জ্বল এক্সট্রাসোলার ঘটনা বলে পরিচিত।