ফের বন্দুকবাজের হামলা, শ্যুটআউটে নিহত ১৪
Connect with us

আন্তর্জাতিক

ফের বন্দুকবাজের হামলা, শ্যুটআউটে নিহত ১৪

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের শ্যুটআউট। জোহানেসবার্গের কাছে দক্ষিণ আফ্রিকার সোয়েটো টাউনশিপে একটি বারে শ্যুট আউটের ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় রাত ১২.৩০ মিনিট নাগাদ ঐ বারে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। আততায়ীর গুলিতে ঘটনাস্থলে মারা যান ১২ জন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে পরে আরও ২ জন মারা যান। ঘটনায় মোট নিহত হয়েছেন ১৪ জন। তবে কি কারণে এই বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

আরও পড়ুন: শেষরক্ষা হল না প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

Advertisement

সূত্রের খবর, যে বারে এই ঘটনা ঘটেছে সেটি রাজধানীর দক্ষিণ-পূর্বে জোহানেসবার্গের বৃহত্তম জনপদ সোয়েটোর অরল্যান্ডো জেলায় অবস্থিত। তবে এই ঘটনায় আততায়ীকে এখনও গ্রেফতার করা যায়নি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরের একটি জনসভায় রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন আবে। সেই সময় শ্যুটআউটের ঘটনাটি ঘটে। গুলি লাগে শিনজের বুকে, ঘাড়ে এবং হাতে। প্রথমবার গুলি চালানোর পর মাটিতে লুটিয়ে পড়েন আবে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরও হল না শেষ রক্ষা। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান আবে।

আরও পড়ুন: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে!

Advertisement

জানা গিয়েছে, হাসাপাতালে শিনজো আবের (Shinzo Abe) অবস্থা অতি সংকটজনক হওয়ার খবর জানান বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, “চিকিৎসকরা তাঁর প্রাণ বাঁচানোর সমস্তরকম প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু, বর্তমানে তাঁর অবস্থায় অত্যন্ত সংকটজনক।” শিনজো আবের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.