দেশের খবর
আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনাবাহিনী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছাঙ্গুতে শনিবার রাতে প্রবল তুষারপাতে আটকে পড়া ১ হাজার ৮০০ পর্যটকের কাছে ঠিক যেন দেবদূতের ভূমিকাতেই ধরা দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। এমনিতেই সিকিমে এই সময় পর্যটকদের ঢল। শনিবার ছাঙ্গু-বাবা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন পর্যটকরা।
সকাল থেকেই তুষারপাত চললেও দুপুর ১২টার পর তা ভয়াবহ আকার নেয়। রাস্তায় একের পর এক আটকে যায় ছোট-বড় গাড়ি। রাস্তা অতিরিক্ত পিচ্ছিল হয়ে যাওয়ায় খাদে পড়ে যাওয়ার আশঙ্কায় কোনও চালকই আর গাড়ি চালানোর ঝুঁকি নিতে চাননি। ফলে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা রাস্তাতেই আটকে পড়েন। প্রবল ঠান্ডায় তখন প্রায় জমে যাওয়ার অবস্থা। এই সময়ই চলে আসেন সেনা জওয়ানরা।
তাঁদের বিশেষ গাড়িতে করে ১ হাজার ৮০০ এর মতো পর্যটককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ছাঙ্গু থেকে ৭ কিলোমিটার দূরে ২৩৬ নম্বর ট্রানজিট ক্যাম্পে। পুরুষ ও মহিলাদের আলাদা করে শোওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তখন তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি। পর্যটকদের সুবিধার্থে নিজেদের ব্যারাকের শয্যা ছেড়ে দিয়ে নিজেরা মাটিতে শুয়ে পড়েন জওয়ানরা। ভোর হতে সকলকে প্রাতঃরাশ করিয়ে সেনাবাহিনীর গাড়িতেই গ্যাংটকে পৌঁছে দেওয়া হয়।