বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত দেশবাসী, মৃত কমপক্ষে ৪৫
Connect with us

আন্তর্জাতিক

বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত দেশবাসী, মৃত কমপক্ষে ৪৫

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুরু হয়েছিল মহামারী দিয়ে। অতিমারির সেই রেশ কিছুটা কেটে গেলেও রেহাই নেই। একদিকে যুদ্ধ অন্যদিকে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়ে প্রাণ হারালেন অন্তত ৪৫ জন মানুষ।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, সুদূর দক্ষিণ আফ্রিকার Durban-শহরে। জানা গিয়েছে, টানা কয়েকদিন ধরে বিরামহীন বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। টানা এই অতিভারী বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকার ডারবান শহরের জনজীবন। প্রবল বৃষ্টির জেরে এখনও পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৪৫ জনের। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে একনাগারে মুষুলধারা বৃষ্টির কারণে ডারবান শহরের একাধিক রাস্তায় ধস নেমেছে। ফাটল দেখা দিয়েছে বন্দর ও আশেপাশের এলাকায়।

আরও পড়ুন: মাওবাদী পোস্টার ঘিরে TMC-BJP তরজা বাঁকুড়ায়

Advertisement

এদিকে বন্যাকবলিত এলাকা থেকে আর্তদের দ্রুত উদ্ধারে নামানো হয়েছে সেদেশের মিলিটারি বাহিনীকে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। যেসমস্ত এলাকা জলের তলায় চলে গিয়েছে সেই সমস্ত জায়গা থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সরকারী ত্রাণ শিবিরে। সরকারি কর্তৃপক্ষের তরফে শতাধিক লোককে আশ্রয় দেওয়া হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে। যাদের বাড়িঘর এবং সম্পত্তি বন্যায় ভেসে গিয়েছে। এছাড়াও যেসমস্ত এলাকায় অতিবৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে গিয়েছে সেইসব এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য দ্রুত গতিতে কাজ করা হচ্ছে।

ডারবান শহরের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত স্থানীয় মুখপাত্র রবার্ট ম্যাকেঞ্জি মঙ্গলবার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ”আমাদের বেশিরভাগ পাওয়ার স্টেশন প্লাবিত হয়ে গিয়েছে। আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্থ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন”।

আরও পড়ুন: গরম পড়তেই হাহাকার পানীয় জলের, প্রতিবাদে পথঅবরোধ গ্রামবাসীদের

Advertisement

তিনি আরও বলেন, ”আমাদের দলগুলো পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করার জন্য মাঠে নেমেছে।” তিনি বলেন, ”বৃষ্টিতে আমরা ক্ষয়ক্ষতির হিসাব চালিয়ে যাচ্ছি, তবে আমরা এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারছি না।”