খেলা-ধূলা
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে থেকেই বছর শেষ করল ভারত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। অর্থাৎ এগিয়ে থেকেই নতুন বছর শুরু করবে বিরাট বাহিনী। এই নিয়ে চতুর্থ বার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিতল ভারত। এদিনের এই জয়ের সঙ্গে সঙ্গে আরও একটি নজির গড়ে ফেলল ভারত। সেঞ্চুরিয়ানে এই প্রথম কোনও টেস্ট ম্যাচে জিতল ভারত।
এর আগে ভারত এই মাঠে ২০১০ এবং ২০১৮ সালে দু’টি টেস্ট খেলেছিল। আর দু’টিতেই জঘন্যভাবে হেরেছিল। সেই সঙ্গে ২০১৪ সালের ফেব্রুয়ারির পর সেঞ্চুরিয়ানে এই প্রথম হারল দক্ষিণ আফ্রিকা। এই মাঠে টানা ৭ টেস্ট জিতেছে প্রোটিয়ারা। এখনও পর্যন্ত এই মাঠে ২৭ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে মাত্র তিনটিতে তারা হেরেছে। আর সর্বশেষ হারটি এল বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে। বৃষ্টি বিঘ্নিত হলেও ম্যাচে যথেষ্ট উত্তেজনা ছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কেএল রাহুলের শতরানের ওপর ভর করে ৩২৭ রান করে। এরপর দক্ষিণ আফ্রিকা মাত্র ১৯৭ রানেই অল আউট হয়ে যায় । ফলে প্রথম ইনিংসে ১৩০ রানে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৪ রানে অল আউট হয়ে যায় বিরাটরা। দলের পক্ষে ঋষভ পন্থ সর্বোচ্চ ৩৪ রান করেন।
আফ্রিকার পক্ষে রাবাডা এবং জেনসন চারটি করে উইকেট এবং এনগিডি ২টি উইকেট পান। ৩০৫ রান করলে জিতবে এই অবস্থায় খেলা শুরু করে আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত ১৯১ রানেই অল আউট হয়ে যায় প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ডেন এলগার। মহম্মদ সিরাজের বলে এবিডব্লিউ হওয়ার আগে ৭৭ রান করেন তিনি। এ ছাড়া টেম্বা বাভুমা ৩৫ এবং কুইন্টন ডি’কক ২১ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা ও মহম্মদ সামি ৩টি করে এবং মহম্মদ সিরাজ ও অশ্বিন ২টি করে উইকেট পান। কেএল রাহুল প্রথম ইনিংসে ১২৩ এবং দ্বিতীয় ইনিংসে ২৩ রান করার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। প্রথম টেস্টে জিতলেও দলের তিন সিনিয়র বিরাট কোহলি, পুজারা এবং রাহানের ব্যাটে বড় ইনিংস নেই। দ্বিতীয় টেস্টে নামার আগে যা যথেষ্ট চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।