খেলা-ধূলা
তৃতীয় টেস্টে হেরে আফ্রিকায় সিরিজ হারল কোহলিরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বহু প্রত্যাশা ও আশা জাগিয়েই দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল ভারত। প্রথম বার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুযোগ ছিল। প্রথম টেস্টে জিতে প্রত্যশা বাড়িয়েছিল। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে হেরে সিরিজ জেতার স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলিদের।
কেপটাউনে ৭ উইকেটে জিতে সিরিজ পকেটে পুরে নিল প্রোটিয়ারা। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২২৩ রানে অল আউট হয়ে যায় ভারত। এরপর ভারতের বোলাররা দলকে ম্যাচে ফিরিয়ে আনে। ভারতের জোরে বোলার জসপ্রীত বুমরার পাঁচ উইকেটের সুবাদে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় ২১০ রানে। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। একমাত্র ঋষভ পন্থ ছাড়া আর কেউ ক্রিজে থিতু হতে পারেননি। পন্থের শতরানের সুবাদে ভারত ১৯৮ রান তোলে। দক্ষিণ আফ্রিকার ম্যাচ ও জয়ের জন্য দরকার ছিল ২১২ রান।
একসময় মনে হয়েছিল ভারতীয় বোলাররা লড়াই করবেন। কিন্তু আফ্রিকার ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের চেষ্টা ব্যর্থ করে দিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে কিগান পিটারসেনের ৮২ রানের ইনিংস ভারতকে জয় থেকে দূরে সরিয়ে দেয়। প্রথম ইনিংসে ৭২ এবং দ্বিতীয় ইনিংসে ৮২ রানের সুবাদে ম্যচের সেরাও হয়েছেন পিটারসেন। সিরিজ সেরাও তিনি। শার্দুল ঠাকুরের বলে তিনি প্যাভিলিয়নে ফিরলেও শেষে ভ্যান ডার দুসেন (৪১) এবং তেম্বা বাভুমা (৩২) ঠান্ডা মাথায় দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।