শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে যেতে পারেন শাহ
Connect with us

বাংলার খবর

শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে যেতে পারেন শাহ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর বৃহস্পতিবার দু’দিনের জন্য বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে সেখান থেকেই সেনাবাহিনীর হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র মারফৎ জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাংলার মহারাজা সৌরভ গাঙ্গুলীর বেহালার বাড়িতে যেতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে সৌরভের বাড়িতে নৈশভোজে করতে পারেন।

সরকারি সূত্রে জানানো হয়েছিল কলকাতার এক বেসরকারি হোটেলে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছিল, তার venue বদল হয়েছে। সৌরভের বাড়ি থেকে সৌরভ কে সঙ্গে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসবেন। পর্যটন দপ্তরের এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত কয়েকদিন আগেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন: জলপথে সীমান্তের নিরাপত্তা বাড়াতে ৬ ভাসমান আউট পোস্টের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর

উল্লেখ্য, এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সতলুজ, নর্মদা, কাবেরী, গঙ্গা, সবরমতী ও কৃষ্ণা নামে বিএসএফের ছ’টি ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেন। ওই ছ’টি আউটপোস্ট সীমান্তের কোন কোন জায়গায় যাবে, কীভাবে নজরদারি চলবে, তাও খতিয়ে দেখেন তিনি। গরু পাচার নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের বিবাদ চলছে অনেকদিন ধরেই।

গরু পাচার নিয়ে তদন্ত করছে কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রের মদতেই ভিন রাজ্য থেকে গরু নিয়ে এসে এই রাজ্য দিয়ে পাচার করা হয়। এতে বদনাম হয় বাংলার।

Advertisement

আরও পড়ুন: সৌরভের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, জানালেন মুখ্যমন্ত্রী

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, বনগাঁ, হরিদাসপুর সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে জলপথে এই গরু পাচার এবং জাল নোটের চোরাকারবার চলে বলে বারবার অভিযোগ উঠেছে। ভারত ও বাংলাদেশের সীমানায় এখনও পর্যন্ত বেশ কিছুটা জায়গায় কাঁটাতারের বেড়া নেই।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.