অমিত শাহকে বেশি করে দই, মিষ্টি খাওয়ানোর পরামর্শ সৌরভকে দিলেন মুখ্যমন্ত্রী
Connect with us

বাংলার খবর

অমিত শাহকে বেশি করে দই, মিষ্টি খাওয়ানোর পরামর্শ সৌরভকে দিলেন মুখ্যমন্ত্রী

Raju Dhara

Published

on

amit-mamta saurav
Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সবকিছু ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গোপধ্যায়ের বেহালার বাড়িতে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তও। জানা গিয়েছে, সৌরভের বাড়িতে নৈশভোজ করতে পারেন অমিত শাহ। বৃহস্পতিবার তৃণমূলের নতুন ভবনে সাংবাদিক সম্মেলনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি সৌরভকে পরামর্শ দিয়েছেন, যেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলার দই এবং রসগোল্লা বেশি করে খাওয়ান বিসিসিআই সভাপতি।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘যেতেই পারে। আমি সৌরভকে বলব, যেন বেশি করে বাংলার রসগোল্লা ও মিষ্টি দই খাওয়ায়।’ প্রথমে সরকারি সূত্রে জানানো হয়েছিল, শুক্রবার সন্ধে সাতটায় কলকাতার এক পাঁচতারা হোটেলে নৈশভোজ করবেন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। কিন্তু তা বদল হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে পর্যটন দফতরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সৌরভের বাড়ি থেকে সৌরভকে সঙ্গে নিয়েই ভিক্টোরিয়ায় সেই অনুষ্ঠানে আসতে পারেন অমিত শাহ। ঘটনাচক্রে পর্যটন দফতরের এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়।

এমনিতেই অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়, দু’জনের সঙ্গেই সৌরভের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। প্রসঙ্গত কয়েকদিন আগেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন সৌরভ। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন সৌরভকে দেখতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমন কী গতবছর সৌরভের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফুল, মিষ্টি নিয়ে বেহালার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আবার একইরকম ভাবে হাসপাতালে ভর্তি থাকাকালীন ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। শোনা যায়, সৌরভের বিসিসিআই সভাপতি হওয়ার ক্ষেত্রেও অমিত শাহর বড় ভূমিকা রয়েছে। তাঁর পুত্র জয় শাহ বর্তমানে বিসিসিআইয়-এর সচিব। একটা সময় সৌরভের সঙ্গে অমিত শাহর ঘনিষ্ঠতা দেখে এই জল্পনাও শুরু হয়ে গিয়েছিল যে, সৌরভকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই একুশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামছে বিজেপি। পরে যদিও সৌরভ নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শুক্রবার অমিত শাহ সৌরভের বাড়িতে নৈশভোজে যাওয়ার বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.