জলপথে সীমান্তের নিরাপত্তা বাড়াতে ৬ ভাসমান আউট পোস্টের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

জলপথে সীমান্তের নিরাপত্তা বাড়াতে ৬ ভাসমান আউট পোস্টের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : দু’দিনের বাংলা সফরে বৃহস্পতিবার সকালেই কলকাতা পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতি ও শুক্রবার দিন তিনি থাকবেন রাজ্যে। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে সেখান থেকেই সেনাবাহিনীর হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

সেখানে সতলুজ, নর্মদা, কাবেরী, গঙ্গা, সবরমতী ও কৃষ্ণা নামে বিএসএফের ছ’টি ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেন তিনি। ওই ছ’টি আউটপোস্ট সীমান্তের কোন কোন জায়গায় যাবে, কীভাবে নজরদারি চলবে, তাও খতিয়ে দেখেন তিনি। গরু পাচার নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের বিবাদ চলছে অনেকদিন ধরেই। গরু পাচার নিয়ে তদন্ত করছে কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রের মদতেই ভিন রাজ্য থেকে গরু নিয়ে এসে এই রাজ্য দিয়ে পাচার করা হয়। এতে বদনাম হয় বাংলার। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, বনগাঁ, হরিদাসপুর সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে জলপথে এই গরু পাচার এবং জাল নোটের চোরাকারবার চলে বলে বারবার অভিযোগ উঠেছে। ভারত ও বাংলাদেশের সীমানায় এখনও পর্যন্ত বেশ কিছুটা জায়গায় কাঁটাতারের বেড়া নেই।

আরও পড়ুন – চাকরি প্রার্থীদের জন্য সুখবর, পুজোর আগেই হবে SSC

Advertisement

সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে চোরাকারবারীরা। এছাড়াও মুম্বই অ্যাটাকের সময় কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে রাজ্যের এই অরক্ষিত সীমান্তবর্তী এলাকা গুলো দিয়ে বেআইনি অনুপ্রবেশের কথাও উল্লেখ করা হয়েছিল। তারপর আন্তর্জাতিক জলসীমার নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবার রাজ্যেও সীমান্ত নিরাপত্তাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল কেন্দ্র। তাই রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বৃহস্পতিবার হিঙ্গলগঞ্জ, হরিদাসপুর সহ উত্তরবঙ্গের সীমান্ত পরিদর্শন বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে সীমান্তে নিরাপত্তাও জোরদার করা হচ্ছে। ভাসমান স্থায়ী এই আউট পোস্টগুলো তৈরি হওয়ায় জলপথে চোরাকারবার অনেকটাই আটকানো সম্ভব হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বৃহস্পতিবার সুন্দরবনের মানুষদের সুবিধার্থে বিএসএফ-এর বোট অ্যাম্বুলেন্স পরিষেবারও উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুন্দরবন নদী ও খাঁড়ি বেষ্টিত জায়গা হওয়ায়, সেখানকার অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয়।

আরও পড়ুন – ময়ূরেশ্বরে তৃণমূল নেতার রহস্য মৃত্যু

জলপথে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে। বৃহস্পতিবার দুপুরে হিঙ্গলগঞ্জ থেকে কল্যাণী হয়ে হরিদাসপুর সীমান্ত পরিদর্শনেও যান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও এদিন বনগাঁয় ১৯৭১ এর ভারত-পাক যুদ্ধের স্মৃতিতে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাসও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ছাড়াও ছবি ও তথ্য স্থান পাবে এই সংগ্রহশালায়। সেই যুদ্ধে ভারতীয় সেনার বীরত্বের কথা দেশবাসীর কাছে আরও বেশি করে পৌঁছে দিতেই এই সংগ্রহালয়টি তৈরি করা হচ্ছে বলে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন – সোশ্যাল মিডিয়ায় আলাপ, দিঘার হোটেলে নিয়ে ২ নাবালিকার চরম সর্বনাশ করল যুবক

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.