সৌরভের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, জানালেন মুখ্যমন্ত্রী
Connect with us

খেলা-ধূলা

সৌরভের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, জানালেন মুখ্যমন্ত্রী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক নবান্নে যাচ্ছেন শুনেই শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। কী নিয়ে সাক্ষাত, তার উত্তর খুঁজতে শুরু করেছিলেন সকলেই। মনে করা হচ্ছিল, তিন বছর পর আবারও ইডেনের দর্শকভর্তি গ্যালারিতে আগামী ২৪ ও ২৫ মে চলতি বছরের আইপিএলের প্লে অফের যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সেই নিয়ে কথা বলতেই নবান্নে গিয়েছেন সৌরভ। কিন্তু, আইপিএলের ম্যাচ নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”খেলনগরীতে সিএবি একটা ক্রিকেট স্টেডিয়াম করবে বলে ঠিক করেছিল। আমরা জমি দিয়েছিলাম। কিন্তু, ওখানে কিছু সমস্যা রয়েছে। অন্য কোনও বিকল্প জমি দেখা যায় কিনা সে নিয়েই আমাদের মধ্যে কথা হয়েছে। আমরা দেখে জানাব। কিন্তু, ও আমার কাছে কাজের জন্য আসেনি। আমরা দু’জনে কিছুক্ষণ গল্প করছিলাম।’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের সম্পর্কটা বরাবরই ভালো। উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেও ফুল, মিষ্টি নিয়ে তাঁর বেহালার বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও বরাবরই সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তবে এবারই প্রথম বাড়িতে গেলেন। সৌরভের পরিবারের সদস্যদের সঙ্গেও বেশ কিছুক্ষন সময় কাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও প্রাক্তন ভারত অধিনায়ককে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিসিসিআই সভাপতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার সময়ও ফোন করে নিয়মিত খোঁজ নিতেন মুখ্যমন্ত্রী।

Advertisement