বাংলার খবর
১১ বছরে যা করেছি ক্ষমতা থাকলে মুখোমুখি হোক, বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই জনমুখী প্রকল্পের উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে বিপুল ভোটে জিতে পূর্ব প্রতিশ্রুতি মতোন একাধিক সরকারি প্রকল্প বিশেষ করে বাংলার মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হয়েছেন তিনি।
বাংলায় ইতিমধ্যে ১ কোটির উপরে মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০\১০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। বৃহস্পতিবারও তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে নেতাজি ইন্ডোরে উপস্থিত হয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বাংলার নারীদের আর্থিক উন্নয়নে এদিন ২০ লাখ মহিলার অ্যাকাউন্টে একসঙ্গে পৌঁছয় লক্ষ্মীর ভান্ডারের টাকা।
শুধু তাই নয়, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে উপস্থিত হয়ে আরও একবার নাম না করে কেন্দ্রের সমলোচনায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”আমরা করি লক্ষ্মীর ভান্ডার, ওঁরা করে কুৎসার ভান্ডার। বাম ৩৪ বছর ধরে নর কঙ্কালের মালা পরিয়েছে। বছরে দু’বার বাড়িয়ে দিয়েছে ওষুধের দাম। রান্নার গ্যাস থেকে শুরু চাল-ডাল-তেল সবকিছুর দাম বেড়ে গিয়েছে। এভাবে দাম বাড়িয়ে মানুষের পকেট কাটছে। ওদের এত সম্পত্তি তাও ভিক্ষা করছে। ১১ বছরে যা করেছি ক্ষমতা থাকলে সামনে দাঁড়িয়ে বলুন। ভোট পরবর্তী সন্ত্রাসের নামে ভিক্ষা করছে বিজেপি।”
তিনি আরও বলেন, ” ভুয়ো খবর ছড়িয়ে মিথ্যে বললে শাস্তি হতে পারে। এত ছেলেমেয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক দিলো একটাও দুর্ঘটনা ঘটেনি। আমরা রঙ দেখে বিভেদ করি না। ১১ কোটি লোকের মধ্যে ৫টি ঘটনা ঘটেছে। সেটাই সবাই সারাক্ষণ দেখিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন বাংলায় গেলে খুন হয়ে যাবে এগুলি ঠিক না। আমি মনে করি বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো। কোনও ঘটনা ঘটলে দোষীদের শাস্তি চান, কুৎসা করবেন কেন? আমরা সকলের পাশে আছি।”
আরও পড়ুন: হাঁসখালি ধর্ষণে নির্যাতিতার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদন হাইকোর্টে
শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ”উত্তরপ্রদেশে কেউ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে। বাংলায় এসব হয় না। বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো আছে। আমরা যা বলি তা করে দেখাই। এটা উত্তরপ্রদেশ, বিহার নয় এটা বাংলা। এখানে অন্যায় দেখলে পুলিশকে রঙ না দেখে ব্যবস্থা নিতে বলেছি। যারা রোজ বদনাম করছেন তাঁরা পারলে করে দেখান।”
আরও পড়ুন: যারা বাম ছিল, তাঁরাই এখন বিজেপি হয়ে গিয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লক্ষীর ভান্ডার প্রকল্পের কর্মসূচি শেষ করে নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষ করেই রওনা দেবেন তৃণমূলের নতুন ভবনে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে জেলা স্তরে নেতাদের সঙ্গে এই বৈঠক করবেন।