ভাইরাল খবর
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী নরেন্দ্র মোদি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকেই নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হসেবে লড়ছেন নরেন্দ্র মোদি! তবে এই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন।
হুবহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখতে এক ব্যক্তি। তাঁর নাম অভিনন্দন সিং। চেহারায় একদম নরেন্দ্র মোদির মতোই দেখতে। তিনি ট্রেনে শসা বিক্রি করেন। তাঁকে দেখে অনেকেই ভীমরি খাচ্ছেন। তাই অনেকেই তাঁর নাম দিয়েছেন ‘মোদি-টু’। তাঁকে দেখে অনেকেই এই নামেই ডাকছেন। তাই অভিনন্দন নিজেও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছিলেন। সমাজবাদী পার্টি বিশেষ গুরত্ব না দেওয়ায় কংগ্রেস নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছিলেন। চেয়েছিলেন প্রার্থী হতে। কিন্তু কংগ্রেস প্রার্থী না করায় বিজেপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।
নিজেকে ‘মোদি-টু’ বলে দাবি করে প্রার্থী হতে চান। সেই মর্মে অমিত শাহ্ এবং জেপি নাড্ডার কাছে আবেদনও করেন তিনি। কিন্তু বিজেপি সেই আবেদনে সারা না দেওয়ায় মন ভেঙে যায় তাঁর। তবে তিনি হারবার পাত্র নন। নিজেকে মোদি ভক্ত বলে দাবি করে নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দেন। সরোজিনী নগর কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন অভিনন্দন। তাঁর দাবি, ভোটে তিনি জিতবেন। এবং যোগী আদিত্যনাথ সরকারকে সমর্থন করবেন। চেহারা একদম মোদির মতো হওয়ায় অনেকেই তাঁকে দেখতে ভিড় করছেন। আর তিনি মুচকি হাসছেন, আর মনে মনে ভাবছেন যত লোক তাঁকে দেখতে এসেছেন, শুধু তাঁরা ভোট দিলেই কেল্লা ফতে।