দেশের খবর
বঙ্গে নয়, শক্তি বাড়িয়ে সোমবার ‘অশনি’ আছড়ে পড়বে আন্দামানে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রমশ গতি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি’। সোমবার বিকেলে আন্দামান নিকবোর দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপ গতি বাড়িয়ে এগিয়ে আসছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে এরপর ঘূর্ণিঝড়ের আকার নেবে। এরপর গতি বাড়িয়ে সোমবার বিকেলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছড়ে পড়বে। এই সময় ঝড়ের গতিবেগ থাকবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার।
এই অশনি ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৮৫ কিলোমিটার পর্যন্ত। এরপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে উত্তর মায়ানমার এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে আন্দামান নিকোবর থেকে ২১০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপ অশনি। এরপর গভির নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আকার নেবে। অশনির আগমনে সুমদ্র উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ‘অশনি’
রবিবার থেকেই হালকা বৃষ্টি শুরু হতে পারে আন্দামানে। এরপর ধীরেধীরে বৃষ্টির বেগ বাড়বে এবং সঙ্গে থাকবে ব্জ্র বিদ্যুৎ এবং হালকা হাওয়া। আবার কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অশনি মোকাবিলায় ভারতীয় উপকূল রক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মৎস্যজীবিদের সুমদ্রে যেতে বারন করা হয়েছে। সুমদ্র উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। অশনি যত এগিয়ে আসবে ততই গতি বাড়তে বলে আগাম জানিয়েছে আবহাওয়া দফতর।
যদিও আবহাওয়া অফিস সূত্রে খবর, অশনি বাংলার উপর তেমন কোনও প্রভাব ফেলবে না। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে সোমাবার থেকে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয়বাস্পের পরিমণ বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, অশনির প্রভাবে দার্জিলিং-কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিলের শুরুতেই পুরোদমে গরম পড়ে যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্তারা।
আরও পড়ুন: ইউক্রেন দখলে মরিয়া পুতিন, প্রতিরক্ষা ধ্বংস করতে হাইপারসনিক মিসাইল ছুঁড়ছে রাশিয়া
এদিকে ক্রমাগত জলবায়ুর পরিবর্তনের কারণে বারবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক কালে এপ্রিল মাসের আগে এই ধরণের কোনও ঘূর্ণিঝড় হওয়ার কথা শোনা যায়নি। তবে এবার মাঝ মার্চেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়ে রেখেছে হাওয়া অফিস। শুধু তাই নয়, বিপদ এড়াতে আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে