বাংলার খবর
টানা বৃষ্টিতে জল থই থই জলপাইগুড়ি, বিপর্যস্ত জনজীবন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একনাগাড়ে হয়েই চলেছে। থামার নাম নেই। গত ২৪ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে।
জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় একটানা বৃষ্টির জেরে ফের জলবন্দী শহরের নিচু এলাকা। রাতভোর বৃষ্টিতে প্লাবিত শহরের একাধিক ওয়ার্ড। অতি বৃষ্টির ফলে করলা নদীতেও জলস্ফীতি দেখা দিয়েছে। করলার জলে প্লাবিত মাঠ, পরেশ মিত্র কলোনি এলাকা।
জল জমে গিয়েছে শহরের কদমতলা, পান্ডা পাড়া,মহামায়া পাড়া, মোহন্ত পাড়া,রেসকোর্স পাড়া, দুই নম্বর ঘুমটি, স্টেশন রোড এলাকায়। টানা বৃষ্টির কারনে সকাল থেকে চরম দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: শুরু রায়গঞ্জ-গোপীবল্লভপুরের রথযাত্রার প্রস্তুতি
অতি বর্ষণে বিধ্বস্ত উত্তরবঙ্গের চা শিল্প, কোটি কোটি টাকার ক্ষতির মুখে চা বাগান। মঙ্গলবার দুপুর পর্যন্ত হয়েছে প্রায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত। এমনটাই চলছে বিগত দেড় মাস থেকে, অধিক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের কারণে সূর্যের আলো কমে যাওয়ায় ব্যাপক হারে থমকে গিয়েছে চা গাছের পাতা উৎপাদনের হার।
এই মুহূর্তে জলপাইগুড়ি ডেঙ্গুয়া ঝাড় চা বাগান সহ উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষের মাথায় হাত। কারন, এমন আবহাওয়ার জন্য চা শিল্প কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়তে চলেছে।
আরও পড়ুন: জলবন্দী জলপাইগুড়ি শহর, ঘরছাড়া একাধিক
এই প্রসঙ্গে চা উৎপাদক ডি বি আই টি এ এর চেয়ারম্যান তথা ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবন পান্ডে জানান, বর্তমান পরিস্থিতি চা শিল্পের অনেক ক্ষতি করছে।