বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে 'অশনি'
Connect with us

দেশের খবর

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ‘অশনি’

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মার্চ শেষ হওয়ার আগেই ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। যারফলে আগামী ২১ মার্চ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের তৈরি হওয়া এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর (IMD) বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পূর্বে অগ্রসর হয়ে ১৯ মার্চের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে। এরপর ২০ মার্চ সকালের মধ্যে তা পুরোপুরি নিম্নচাপে পরিণত হবে। এবং ২১ মার্চ এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছেন হাওয়া অফিসের অধিকর্তারা।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের নাম রাখা হয়েছে ‘অশনি’। যদিও বাংলায় এর তেমন কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। জানা গিয়েছে, এই অশনি দক্ষিণ আন্দামান সাগরের উপর দিয়ে যাত্রা শুরু করবে এবং তারপর তা ধীরে ধীরে উত্তর মায়ানমার এবং বাংলাদেশের দিকে চলে যাবে। আর মঙ্গলবার নাগাদ এটি ওই ভূখণ্ডে প্রবেশ করবে।

Advertisement

আরও পড়ুন: গুজরাটের কেভদিয়া জঙ্গল সাফারিতে ৫৩টি বন্যপশু ও পাখির অস্বাভাবিক মৃত্যু, প্রশ্ন উঠছে নমোর স্বপ্নের প্রকল্প নিয়ে

যদিও অশনির কোনওরকম প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই। তবে এপ্রিলের শুরুতেই পুরোদমে গরম পড়ে যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্তারা।

আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপজুড়ে ভয়াবহ শরণার্থী সঙ্কট তৈরি করছে রুশ-ইউক্রেন দ্বন্ধ: দাবি সমীক্ষায়

Advertisement

এদিকে ক্রমাগত জলবায়ুর পরিবর্তনের কারণে বারবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক কালে এপ্রিল মাসের আগে এই ধরণের কোনও ঘূর্ণিঝড় হওয়ার কথা শোনা যায়নি। তবে এবার মাঝ মার্চেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়ে রেখেছে হাওয়া অফিস। শুধু তাই নয়, বিপদ এড়াতে আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।