ব্যান্ড বাজিয়ে দেওয়া হল ব্যাঙের বিয়ে, বৃষ্টির অপেক্ষায় চাতক পাখি বালুরঘাটবাসী
Connect with us

বাংলার খবর

ব্যান্ড বাজিয়ে দেওয়া হল ব্যাঙের বিয়ে, বৃষ্টির অপেক্ষায় চাতক পাখি বালুরঘাটবাসী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে বালুরঘাটে। তীব্রতা দাবদাহে প্রাণ ওষ্ঠাগত অবস্থা দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর। খাতায় কলমে বর্ষার মরশুম শুরু হয়ে গেলেও জেলায় দেখা নেই বৃষ্টির। যারফলে দিন দিন বেড়েই চলছে তাপমাত্রার পারদ।

এদিকে বৃষ্টি না হওয়ার ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন জেলার হাজার হাজার কৃষকরা। আমন ধান লাগানো থেকে পাট পচানো কোনও কিছুই সম্ভব হচ্ছে না। যারা ধান রোপণ করেছিলেন সেই মাটিও শুকিয়ে যেতে বসেছে। এই অবস্থায় বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুশিলা এলাকার বাসিন্দারা ব্যাঙের বিয়ের আয়োজন করেন।

আরও পড়ুন: অমিত শাহরর সাহায্যে গুজরাতে চার হাজার কোটি টাকা সরিয়েছেন শুভেন্দু! বিস্ফোরক অভিযোগ

Advertisement

ঠিক যে ভাবে মানুষের বিয়ে হয় ঠিক তেমনি ভাবেই ব্যান্ড বাজিয়ে, পুরোহিত দিয়ে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় ভুশিলায়। গোটা গ্রামবাসী এই বিয়ের আনন্দে মেতে ওঠেন। শুধুমাত্র বিয়ে নয়, পাত পেড়ে খাওয়ারও ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। গ্রামবাসীদের বিশ্বাস এইভাবে ব্যাঙের বিয়ে দিলে পরে ইন্দ্রদেব খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করবেন।

আরও পড়ুন: সংসদ অধিবেশনে নিষিদ্ধ একাধিক শব্দ! কেন্দ্রের শব্দবিধি নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি

এই দিনের বিয়েতে অংশগ্রহণ করে এলাকার প্রায় ৫০০ জন গ্রামবাসী। এই বিয়ের আয়োজন করে মূলত ওই এলাকার মহিলারা। শুধুমাত্র ভূষিলা নয় বৃহস্পতিবার বালুরঘাটের খরাইল এলাকাতেও ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। গ্রামবাসীদের বিশ্বাস এর আগেও একবার বৃষ্টি হচ্ছিল না দীর্ঘদিন ধরে। ব্যাঙের বিয়ে দেওয়ার ফলে বৃষ্টি হয়েছিল। তাই এবারও তারা ব্যাঙের বিয়ের আয়োজন করেছেন। তাঁদের বিশ্বাস এবারেও বৃষ্টি হবে।

Advertisement