অতিবৃষ্টিতে জলমগ্ন মুম্বই, জারি কমলা সতর্কতা
Connect with us

দেশের খবর

অতিবৃষ্টিতে জলমগ্ন মুম্বই, জারি কমলা সতর্কতা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একটানা মুষলধারা বৃষ্টির জেরে ভাসছে আরব সাগরের পাশের শহর মুম্বই। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের যান চলাচল। বৃষ্টির প্রভাব পড়েছে ট্রেন পরিষেবাতেও। অতিবৃষ্টির কারনে মুম্বইয়ের বেশকিছু এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

মৌসম ভবন সূত্রে খবর, এই রকম টানা বৃষ্টির জের এখনও আগামী ২ দিন অব্যাহত থাকবে। আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না ১ ও আগামী ২ জুলাই। যার ফলে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। অতিবৃষ্টির কারনে কোথাও যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য মুম্বইয়ের বেশকিছু শহরে ২ জুলাই পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরও পড়ুন: শরদ পাওয়ারকে আয়কর দফতরের নোটিশ, ‘লাভ লেটার’ পেয়েছি তোপ NCP সুপ্রিমোর

Advertisement

সংবাদ সংস্থা ‘ANI’ সূত্রে খবর, ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বইয়ের কুর্লা, চেম্বুর, দাদর, সিয়ন এবং আন্ধেরি এলাকা। এইসব জায়গায় প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কবার্তা। হিন্দমাতা, পারেল, কালাচৌকি, হাজি আলি, ডকইয়ার্ড রোড, গান্ধী মার্কেট এবং বান্দ্রার মতো এলাকায় বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হওয়ায় এই রাস্তাগুলিতে যানবাহনের গতি অত্যন্ত ধীর হয়ে গিয়েছে। যার ফলে রাস্তায় বেরিয়ে ব্যাপক ট্রাফিক জ্যামের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন: ‘আপনার দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য দেশের পরিবেশ খারাপ করেছে’, নূপুর শর্মাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Advertisement

জানা গিয়েছে, মুম্বইয়ের বিভিন্ন জায়গায় বৃষ্টির জল জমে গিয়েছে হাঁটুর উপরে। যার ফলে মানুষকে সেই জলের মধ্য দিয়ে চলাফেরা করতে হচ্ছে। শুধু মানুষজনই নয়, জলমগ্ন হওয়ার কারনে যানবাহন চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। সরকারি তথ্য অনুসারে, আরব সাগরের পাশের শহরে বৃহস্পতিবার ১১৯.০৯ মিমি বৃষ্টি হয়েছে। মুম্বইয়ের পশ্চিম শহরতলিতে ৭৮.৬৯ মিমি এবং পূর্ব শহরতলিতে ৫৮.৪০ মিমি বৃষ্টি হয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.