বাংলার খবর
সকাল থেকেই আকাশের মুখভার, সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবাসরীয় সকাল থেকেই আকাশের মুখভার। শনিবারের পর রবিবারও সকাল থেকে শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়া অফিস জানাচ্চছে, আগামী সপ্তাহেই দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দিনভর বৃষ্টির পর রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়।
আরও পড়ুন:শব্দ দূষণ কমাতে ট্রাফিক পুলিশের অভিযান, বাইকের মডিফাইড সাইলেন্সার ভাঙছে পুলিশ!
সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার বিকেলের পর থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। অন্যদিকে, উত্তরবঙ্গে এবছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহে দুই বঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হবে। ভিজবে পশ্চিমের জেলাগুলিও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানেও আগামী সপ্তাহে টানা বৃষ্টির ইঙ্গিত মিলেছে। আগামী ৬ জুলাই পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও সার্বিকভাবে এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা অনেকটাই দুর্বল। অন্য বছরের তুলনায় বৃষ্টিও কম হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে।
আরও পড়ুন: Breaking News: জগদ্দলে শ্যুটআউট খুন যুবক
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ( South Bengal ) বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ প্রায় ৪৮ শতাংশ। কলকাতায় এই ঘাটতির পরিমাণ ৫৯ শতাংশ। অন্যদিকে, উত্তরবঙ্গে এ বছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। এই পরিসংখ্যান প্রায় ৫৯ শতাংশ। বিশেষত দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বানভাসি পরিস্থিতি। লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছিল দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙের বেশি কিছু এলাকায়।