২০৫০ সালের মধ্যে চিনের জনসংখ্যা ২.২ শতাংশ কমবে, দাবি রিপোর্টে!
Connect with us

আন্তর্জাতিক

২০৫০ সালের মধ্যে চিনের জনসংখ্যা ২.২ শতাংশ কমবে, দাবি রিপোর্টে!

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জনসংখ্যার বিচারে এশিয়া মহাদেশের প্রথম বৃহত্তম দেশ ছিল চিন। দ্বিতীয় স্থানে ভারত। এতদিনের চিনের এই তকমা এবার ঘুচতে চলেছে। জনসংখ্যার হ্রাসবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক এক রিপোর্টে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। যেখানে দাবি করা হয়েছে, আগামী ২০২৫ সালের মধ্যে চিনের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমবে!

গ্লোবাল টাইমস জানিয়েছে, রবিবার প্রকাশিত বৈশ্বিক জন্মের তথ্যে দেখা গিয়েছে যে, ২০২১ সালে নবজাতকের জন্মের সংখ্যা কয়েক দশকের মধ্যে চিনের কয়েকটি প্রদেশে সর্বনিম্ন ছিল। শুধু তাই নয়, গত ২০১৯ থেকে ২০৫০ সালের মধ্যে চিনের জনসংখ্যা ৩.১৪ কোটি অর্থাৎ প্রায় ২.২ শতাংশ কমবে।

ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের পূর্বাভাস, বিশ্বের জনসংখ্যা ১৯৫০ সালের পর সবচেয়ে ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৮৫০ কোটিতে পৌঁছবে। যদিও এই কয়েক দশকের মধ্যে ভারতে জনবিস্ফোরণ ঘটতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ওই রিপোর্টে।

Advertisement

আরও পড়ুন: মক্কায় ছবি তুলে বিপাকে ইজরায়েলি সাংবাদিক, সৌদি আদালতে মামলা

আরও জানা গিয়েছে, গত ৬০ বছরে মধ্য চিনের হুনান প্রদেশের নবজাতক জন্মের হার সবথেকে কম।গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্য চিনের হুনান প্রদেশে জন্মের সংখ্যা 500,000-এর নিচে নেমে এসেছে। শুধুমাত্র চিনের দক্ষিণ গুয়াংডং প্রদেশে ১ মিলিয়নেরও বেশি নতুন প্রাণের জন্ম হয়েছে।

শুধু তাই নয়, চিন তাঁদের প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসের জন্য লড়াই করছে। কারণ অনেক যুবক উচ্চ খরচ এবং কাজের চাপ সহ অনেক কারণে সন্তান না নেওয়া পছন্দ করেন। ন্যাশনাল হেলথ কমিশনের জনসংখ্যা ও পারিবারিক বিষয়ক প্রধান ইয়াং ওয়েনঝুয়াং বলেন, ”গ্লোবাল টাইমস জানিয়েছে, ২০২১-২০২৫ সালের মধ্যে চিনের জনসংখ্যা কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে”।

Advertisement

চিনে নারীদের তিনটি সন্তান জন্ম দেওয়ার অনুমতি দেওয়ার জন্য গত বছর সেদেশে আইনের একটি পরিবর্তন আনা হয়েছিল। যদিও অনেক মহিলা বলেছেন যে, পরিবর্তনটি অনেক দেরিতে এসেছে এবং তাদের অপর্যাপ্ত চাকরির নিরাপত্তা এবং লিঙ্গ সমতা রয়েছে।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলসে বন্দুকবাজের হামলা, নিহত ২

প্রসঙ্গত, ভারত এবং চিন, এই দু’টি দেশেরই জনসংখ্যা এখন ১০০ কোটির উপরে। তবে সামনের বছর থেকে দুই দেশের জনসংখ্যার গতিপ্রকৃতি দুই দিকে যাবে। চিনের জনসংখ্যা কমতে থাকবে, কারণ সেখানে জন্ম হার কমার প্রবণতা অব্যাহত থাকবে। অন্যদিকে ভারতে জনসংখ্যা বাড়তেই থাকবে। জাতিসংঘ বলছে, ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা ১৬০ কোটিতে পৌঁছবে। অন্যদিকে ততদিনে চিনের জনসংখ্যা হবে ১৩০ কোটি। 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.