আন্তর্জাতিক
মক্কায় ছবি তুলে বিপাকে ইজরায়েলি সাংবাদিক, সৌদি আদালতে মামলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক ইহুদি সাংবাদিককে মক্কায় নিয়ে যাওয়ার অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেফতার করল সৌদি পুলিশ। জানা গিয়েছে, গিল তামারি নামে এক ইহুদি সাংবাদিককে ধৃত ওই সৌদি নাগরিক মক্কা ও আরাফত পর্বতে যেতে সাহায্য করেছিলেন। এই কারণে ওই ধৃত সৌদি ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সৌদি পুলিশ।
মক্কা মুসলমানদের কাছে একটি পবিত্র স্থান। সেই মক্কা শহরে অমুসলমানদের প্রবেশের অনুমতি নেই। কিন্তু গিল তামারি একজন ইহুদি। তিনি একটি ভিডিও তৈরি করেন। তাতে মক্কার গেট দেখা গিয়েছে। এই গেটকেই মক্কা শহরের সীমানা হিসেবে ধরা হয়। শুধু তাই নয়, গিল তামারিকে মক্কা শহরের নিকটবর্তী আরাফাত পর্বতেও সেলফি তুলতে দেখা গিয়েছে।
মক্কা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, অমুসলমানদের মক্কা ও মদিনার মতো পবিত্র শহরে ঢোকা নিষিদ্ধ। যদি কোনও ব্যক্তি ওই ইহুদি সাংবাদিককে মক্কায় ঢুকতে সাহায্য করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে গোটা বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, গিল তামারি ইহুদি হলেও তিনি মার্কিন নাগরিক। একটি ইজারায়েলি সংবাদ মাধ্যমে কাজ করেন।
মক্কার ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, সৌদি আরবে আগত সকলকেই এখানকার নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হয়। বিশেষ করে দেশের ধর্মীয় স্থানগুলি পরিদর্শনের সময় নিয়ম মেনে চলতে হয়। কেউ এই নিয়ম অমান্য করলেই কঠিন শাস্তি পেতে হবে। বর্তমানে ইহুদি সাংবাদিক গিল তামারির বিরুদ্ধে আদালতে মামলা চলছে। আদালতে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মক্কার ওই পুলিশ আধিকারিক।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই ইজরায়েলের নিউজ ১৩ টিভির সাংবাদিক গিল তামারি নিষেধাজ্ঞ অমান্য করেই সৌদি আরবের মক্কায় ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। গত সোমবার সেই ভিডিও ইজরায়েলের ওই চ্যানেলে দেখানো হয়। শুধু তাই নয়, তামারিকে মক্কা শহরের আনাচে-কানাচে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াতেও দেখা যায়। একজন অমুসলিম কীভাবে এই কান্ড ঘটালেন, তা নিয়ে মুসলিম সমাজে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। যদিও মক্কার ছবি দেখানোর জন্য ওই ইজরায়েলি চ্যানেলের পক্ষ থেকে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে। কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না বলেও জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এই ঘটনার জন্য যদি কেউ দুঃখ পেয়ে থাকে, তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে তারা।