আন্তর্জাতিক
হওয়ায় চলবে ট্রেন চীনের নয়া আবিষ্কার অবাক দুনিয়া

ডিজিটাল ডেস্ক : বিশ্বে প্রযুক্তিগত বিষয়ে চীন (China) বহুদূর এগিয়ে রয়েছে বাকি দেশগুলির তুলনায়। এবার ঠিক সেইরকম নয়া বৈপ্লবিক প্রযুক্তি বিশ্বের সামনে এনেছে তারা। এবার নয়া প্রযুক্তির সেই ট্রেনের (Train) চাকা থাকবে ওপরের দিকে! অত্যাধুনিক ম্যাগলেভ প্রযুক্তিতে চলবে এই ট্রেন, বিশ্বে চীন সর্ব প্রথম বানিয়েছে বলে দাবী করেছে, সম্প্রতি চীন ২৬০০ ফুট লম্বা ট্র্যাক সহ একটি পরীক্ষামূলক লাইন শুরু করেছে এই রেলের। বৈদ্যুতিক চুম্বক এর সাহায্যে গতিশীল এই ট্রেনটি চীনের জিয়াংজি প্রদেশের জিংগুও নামক জায়গায় অবস্থিত। এদিন সেই খবর সামনে আসতেই বিশ্ব টেকনোলোজি খবরে শীর্ষে রয়েছে চীন।
এই বিশেষ ট্রেনটির ছবি প্রকাশ করেছে, চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং প্রপাগান্ডা মেকার গ্লোবাল টাইমস। বিশেষ এই ট্রেনে চুম্বকের শক্তিকে কাজে লাগিয়ে হওয়াতে ভেসে ছুটতে থাকে ট্রেন। তাই বাতাসে চলাচল করে বললেও খুব ভুল বলা হয়না। শুরুতে ৮৮ জন যাত্রী একসঙ্গে এই ট্রেনে সফর করতে পারবেন।
নির্মাণকারী সংস্থার দাবী মাটি থেকে৩৩ ফুট ওপরে ছুটতে থাকা, এই ট্রেনের চাকার সাথে ট্র্যাকের কোনো যোগাযোগ থাকবেনা। আর সেই কারণে ট্রেনে ঝাঁকুনি নেই বললেই চলে। এটাও জানা যাচ্ছে যে, ট্রেনটির নির্মাণ খরচও নাকি খুব কম। তবে হওয়াতে ভেসে ছুটতে থাকা এই ট্রেনের গতিবেগ খুব বেশী না। সর্বোচ্চ ৪০ কিমি প্রতিঘন্টা গতিতে ছুটতে পারবে এই ট্রেন। এর আগে বিভিন্ন হাইস্পিড রেল তৈরী করার পর এবার চীন বিস্ময়কর এই রেল তৈরি করে বিশ্বকে অবাক করে দিতে চাইছে।
আরও পড়ুন – ভিসা লাগবে না আর খুব কম টাকায় ছুটিতে ঘুরে আসুন এই সাতটি দেশ