বিদেশের খবর
বদলে যাচ্ছে টুইটারের নাম এবং লোগো! কি বললেন ইলন মাস্ক?
রবিবার একাধিক টুইট করে ইলন মাস্ক জানিয়েছেন যে তিনি বদলে ফেলতে চলেছেন টুইটারের

বেঙ্গল এক্সপ্রেস: টুইটার নিয়ে তো একের পর এক চমক দিয়েই চলেছেন টুইটারের কর্তা ইলন মাস্ক। তেমনি আরেক চমক টুইটার কর্তার।
রবিবার একাধিক টুইট করে ইলন মাস্ক জানিয়েছেন যে তিনি বদলে ফেলতে চলেছেন টুইটারের নাম এবং তার সাথে টুইটারের লোগো। এলোন মাস্ক বলেছেন যে, “আমরা খুব তাড়াতাড়ি টুইটারের সব নীল পাখিকে বিদায় জানাতে চলেছি”। সবাই মনে করছেন যে, টুইটারের পাখিকে বিদায় দেওয়ার কথা যখন হচ্ছে তাহলে সেই নীল পাখির কথায় হচ্ছে যা টুইটারের নাম শুনলেই চোখে ভেসে উঠতো সেই পাখিকে বিদায় হয়ত দিয়ে দেবেন এবার এলন মাস্ক।
আরও পড়ুন-মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর প্রধান পদে রয়েছেন একজন মহিলা!
আর এই বিষয় নিয়ে টুইটার কর্তৃপক্ষ কোন রকমের দেরি করতে চান না। এছাড়াও ইলন মাস্ক আরো বলেন যে,” আজকে রাতে যদি একটা ভালো এক্স লোগো পোস্ট করা যায় তাহলে আমরা কাল থেকে বিষয়টির উপর কার্যকর করব”। সবথেকে বড় টুইস্ট হলো এই যে টুইটারের কর্তারা এক্স শব্দটির ব্যবহার করে নতুন জল্পনা সৃষ্টি করেছে। এর আগেও অনেকবার এলাম মাস্ক এই এক্স শব্দটি ব্যবহার করেছে।