আন্তর্জাতিক
বিশ্বব্যাপী পরিবর্তন ঘটছে জলবায়ুর, মানুষকে সতর্ক করতে বড় সিদ্ধান্ত Twitter-এর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিন যত যাচ্ছে ততই যেন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক হয়ে উঠছি আমরা। একবিংশ শতাব্দীর গোঁড়ায় এসে এই আধুনিকতার ছোঁয়ায় ব্যাপক পরিবর্তন ঘটছে বিশ্বব্যাপী জলবায়ুর। প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে আবহাওয়ার।
বিশ্ব জলবায়ুর পরিবর্তন এবং তার সুদূরপ্রসারী কুপ্রভাব নিয়ে বিজ্ঞানী মহলে নানা কথা উঠলেও তাতে কর্ণপাত করতে নারাজ ‘সবজান্তা পাবলিকের’। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী জটিল এই পরিস্থিতিতে মানুষকে এখন থেকেই সতর্ক করতে কড়া পদক্ষেপ নিল জনপ্রিয় সোশ্যাল সাইট ‘Twitter’।
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বড় ঘোষণা সরকারের, এই দেশের ডিগ্রি থাকলে মিলবে না চাকরি
রবিবার এক টুইট বার্তায় জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটের তরফে জানানো হয়েছে, ”যে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান বিজ্ঞান এবং জলবায়ুর বিশাল পরিবর্তনকে পাত্তা না দিয়ে, সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক না করে বরং বিষয়টির প্রতি গা-ছাড়া মনোভাব দেখিয়ে প্রতিনিয়ত বিজ্ঞাপণ করে যাচ্ছে এবার থেকে তাঁদের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে টুইটারে। Google-এও যাতে এই ধরণের বিজ্ঞাপন না আসে তার জন্যও নেওয়া হবে বিশেষ পদক্ষেপ।”
আরও পড়ুন: তেল শোধনাগারে বিধ্বংসী বিস্ফোরণ, প্রাণ হারালেন শতাধিক
শুধু তাই নয় টুইটার সংস্থার তরফে এক বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজ্ঞাপনগুলি বা বিজ্ঞাপন সংস্থার উচিত জলবায়ুর সঙ্কট সম্পর্কে গুরুত্বপূর্ণ কথোপকথন থেকে বিরত না হওয়া।” Twitter শুক্রবার তাঁদের নতুন নীতির রূপরেখার একটি বিবৃতি দিতে গিয়ে এই কথা বলেছে। এছাড়াও এমন কোন ইঙ্গিত বা নেতিবাচক প্রভাব ফেলবে পরিবেশের পরিবর্তনের উপর এই সংক্রান্ত বিজ্ঞাপন এড়িয়ে চলা উচিত। আমাদের সকলের জানা উচিত যে, কে বলতে পারে এখন থেকেই পরিবেশের বিষয়ে সতর্ক না হলে ভবিষ্যতে আরও বড় কোনও দুর্যোগ আসবে না? এছাড়াও সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত এমন কোনও বক্তব্য পোসট বা শেয়ার করাও উচিত নয় বলে জানিয়েছে Twitter।