বিদেশের খবর
টুইটারে নতুন CEO কে জানেন? টুইটার কে বিদায় দেওয়ার পর কি অবস্থা এলোন মাস্কের!
ইলন মাস্কে টুইটার থেকে সরে যাওয়ার পিছনে আসল কারণ কি রয়েছে তা এখনো অব্দি জানা যায়নি

বেঙ্গল এক্সপ্রেস: টুইটারের সি.ই.ও ( CEO) এর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন ইলন মাস্ক। সি.ই.ও এরপর official a twitter এর CEO হতে চলেছেন লিন্ডা এ্যাক্কারিনো। ইলন মাস্কে টুইটার থেকে সরে যাওয়ার পিছনে আসল কারণ কি রয়েছে তা এখনো অব্দি জানা যায়নি।
তবে ধারণা করা হয়েছে যে, এলন মাস্ক CEO এর পদে থাকাকালীন কোন কোম্পানি এড দিতে চাইছিলো না টুইটারে। না দিতে চাওয়ার পিছনেও রয়েছিল এলন মাসকেরই হাত। কারণ তিনি টুইটার কে এমন একটি বিতর্কিত জায়গায় পরিণত করেছিল যে সবাই টুইটার থেকে দূরে সরে গিয়েছিল যার কারণে টুইটারে অনেক লস হয়েছে। তবে পুরোপুরিভাবে এলোন মাস্ক ইলোন মাস্ক না ইলন মাস্ক টুইটারকে ছেড়ে দিচ্ছে না।
আরও পড়ুন-আপনার মধ্যে কি রয়েছে, হার্ট অ্যাটাকের লক্ষণ গুলি?
তবে নতুন সিইও যে এসেছেন তার কাজ থাকবে, টুইটারের অ্যাড ব্যবসা দেখা যাতে টুইটারে এখন সবাই অ্যাড দিতে পারে। এবং ইলন মাস্কে থাকবেন executive chairman হিসেবে। এখন থেকে টুইটারের বিভিন্ন টেকনিক্যালি বিষয়গুলি এলন মাস্ক দেখবেন।