বিদেশের খবর
প্রত্যেকবারে যমজ সন্তানের জন্ম দিচ্ছেন এই নারী! রয়েছে নাকি এক বিরল রোগ?
হলিউডের এমন এক নায়িকাকে নিয়ে যে একসময় সব পুরুষদের হৃদয়ে বাস করত। তার নাম হচ্ছে

বেঙ্গল এক্সপ্রেস: একবার যমজ সন্তান এইটা স্বাভাবিক। কিন্তু পরপর দুবারই যমজ সন্তান এটা আশ্চর্যজনক। আজ আমরা কথা বলতে চলেছি হলিউডের এমন এক নায়িকাকে নিয়ে যে একসময় সব পুরুষদের হৃদয়ে বাস করত। তার নাম হচ্ছে সেলিনা জেটলি।
সেলিনা জেটলি “নো এন্ট্রি”, “টম ডিক হ্যারি” এর মতো ছবিতে কাজ করেছেন। অবশ্য এখন তিনি শোবিজ থেকে বেশ দূরেই থাকেন। বিদেশের স্বামীর সঙ্গে দিন যাপন করছেন তিনি তার পাশাপাশি তিনি মা ও। কিন্তু এইখানে কথা হচ্ছে যে তিনি বারবার জমজ সন্তানের মা কি করে হচ্ছেন। এক সংবাদ মাধ্যমে তাকে এই প্রশ্ন করা হলে সেলিনা তার গোপন রহস্য সবার সামনে উদঘাটন করেন। তিনি জানান যে, তিনি একেবারে স্বাভাবিকভাবেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এবং দুইবার স্বাভাবিক মতে জন্ম দিয়েছেন তিনি। আসলে তার একটি বিরল জিনগত অবস্থা রয়েছে। তাছাড়াও এটি বংশ-পরম্পরায় চলে এসেছে আমার পরিবারের আগেও এরকম অনেক বার হয়েছে।
আর পড়ুন-বদলে যাচ্ছে টুইটারের নাম এবং লোগো! কি বললেন ইলন মাস্ক?
সেলিনার হাজব্যান্ড অস্ট্রেলিয়ার একজন ব্যবসায়ী যার নাম পিটার হাগ। প্রথমবার তারা ২০১২ সালে যমজ সন্তানের জন্ম দেন। তারপর ২০১৭ সালে আবারও দুই ছেলের জন্ম দিয়েছেন সেলিনা কিন্তু কোন এক কারণে এক ছেলে মারা যায়। এবং কিছুদিন আগে দুবার যমজ সন্তানের জন্ম দেওয়া নিয়ে নেট দুনিয়ায় একটি পোস্ট করেন সেলিনা এবং তার সাথেই ভাগ করে নেন দ্বিতীয়বার মা হওয়ার পর এবং সন্তান হারা হওয়ার যন্ত্রণা।