বাংলার খবর
রামপুরহাট হত্যালীলায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হাইকোর্টে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার রাতের পর থেকেই থমথমে বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রাম। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর থেকেই গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু মোট আটজনের। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হল হাইকোর্টে। এই ঘটনাটিকে বর্বোরচিত আখ্যা দিয়ে হত্যালীলার সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।
শুধু তাই নয়, রামপুরহাটের মামলা নিয়ে বুধবার দুপুর ২টোর সময় হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এদিকে রামপুরহাট হত্যালীলা মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। ধৃতদের মধ্যে একজন নিহত উপপ্রধানের দাদা। এছাড়াও বাকি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের এদিন রামপুরহাট মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
এদিকে বকটুই হত্যাকান্ডের ঘটনায় ঘটনাস্থলে বিমান বসু যাওয়ার চেষ্টা করলে মাঝ রাস্তাতেই তাঁকে আটকে দেওয়া হয় বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, মর্মান্তিক এই হত্যালীলার প্রতিবাদে বুধবার বিধানসভা থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা জানিয়েছেন বিজেপি বিধায়করা। ঘটনাস্থলেও যাওয়ার কথা জানিয়েছে বিজেপি। অন্যদিকে, এই বাংলার বুকে এই ধরণের নক্কারজনক ঘটনায় জরুরি রিপোর্ট তলব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মর্মান্তিক এই ঘটনায় রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি এবং ৩৫৫ ধারা প্রয়োগের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা অধীর চৌধুরী।
আরও পড়ুন: উপপ্রধান খুনে উত্তপ্ত রামপুরহাটের বগটুই, আগুনে পুড়ে মৃত অন্তত ৮ জন
শুধু তাই নয়, বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য সিট গঠন করা হয়েছে বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে ‘যখন খুন হচ্ছিল,পুলিশ পাশে ছিল। সেই পুলিশ সঠিক তদন্তে সাহায্য করবে?” প্রশ্ন সেলিমের। শুধু তাই নয়, রামপুরহাটের এই মর্মান্তিক ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বামেরা।
আরও পড়ুন: থমথমে বকটুই, অজানা আতঙ্কে গ্রাম ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা
প্রসঙ্গত, উপপ্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাটের বগটুই এলাকা। আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।এই ঘটনায় ADG-CID জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে । সিটের বাকি দুই সদস্য হলেন মিরজ খালিদ আর সঞ্জয় সিং। ঘটনায় ডিজির পদত্যাগের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যে রামপুরহাটের এসডিপি ও থানার আইসিকে ক্লোজ করা হয়েছে। কোথাও যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তার ব্যবস্থাও নিয়েছে রাজ্য সরকার।