উপপ্রধান খুনে উত্তপ্ত রামপুরহাটের বগটুই, আগুনে পুড়ে মৃত অন্তত ৮ জন
Connect with us

বাংলার খবর

উপপ্রধান খুনে উত্তপ্ত রামপুরহাটের বগটুই, আগুনে পুড়ে মৃত অন্তত ৮ জন

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উপপ্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাটের বগটুই এলাকা। আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।এই ঘটনায় ADG-CID জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে । সিটের বাকি দুই সদস্য হলেন মিরজ খালিদ আর সঞ্জয় সিং। ঘটনায় ডিজির পদত্যাগের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এদিন বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যাওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শেখানে গিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যপালের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি। 

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তিনি নিজের গ্রাম বগটুইয়ে ১৪ নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। সেই সময় কয়েক জন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে এবং সেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। রাতের অন্ধকারে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: নিউ আলিপুরের রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন, চাঞ্চল্য এলাকায়

Advertisement

শুধু তাই নয়, সেই আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৮ জনের। উপপ্রধান খুনের ঘটনার পরেই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই পাল্টা অশান্তির গন্ধ মিলতে শুরু করেছে। সকাল এবং রাতে দমকল বাহিনীর কর্মীরা মোট ৮ জনের মৃতদেহ অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেছেন বলে জানিয়েছেন।

দমকল বাহিনীর কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে, “সারারাত ধরে কাজ চলেছে। সকালেও কাজ চলছে। ১০-১২টি বাড়িতে আগুন লাগানো অবস্থায় আমরা দেখতে পাই এবং সেগুলি নেভানোর কাজ শুরু করি। কাল রাতে তিনটি এবং আজ সকালে সাতটি মৃতদেহ উদ্ধার করেছি। বাকি আর কিছু বলতে পারব না। কারণ আমাদের রোটেশন ভিত্তিক ডিউটি থাকে। তবে যাদের উদ্ধার করা হয়েছে প্রত্যেকের মারা গিয়েছেন।”

আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে ED-সদর দফতরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

Advertisement

এদিকে ঘটনার পর এলাকায় ছুটে যান বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। তিনি সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন এবং ফরেনসিক দলকে ডাকা হয়েছে।তবে এই ঘটনাটি উপপ্রধান খুনের জেরেই ঘটেছে কিনা তা নিয়েও উঠছে নানান প্রশ্ন। কারণ এই ঘটনাটি ঘটে উপপ্রধান ভাদু সেখ খুন হওয়ার পরেই। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তদন্তের পরেই এই বিষয়ে স্পষ্ট করে জানানো হবে। অন্যদিকে খুনের এই ঘটনা এবং উত্তপ্ত এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে বলেও খবর জানা গিয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.