বাংলার খবর
চাঁদা দিতে অস্বীকার, ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চাঁদা দিতে রাজি না হওয়াতে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর। তুলকালাম কান্ড হাওড়ার জগৎবল্লভ পুর এলাকায়।
জানা গিয়েছে, এলাকার ব্যবসায়ীর থেকে পনেরো হাজার টাকা দাবি করে ক্লাব। এরপরই ঘটে বিপত্তি। ক্লাবের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর করে ক্লাবের সদস্যরা। এমনটাই অভিযোগ উঠছে ক্লাবের সদস্যদের বিরুদ্ধে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার মুন্সিরহাট এলাকায় স্থানীয় ব্যবসায়ীর অভিযোগ, স্থানীয় ক্লাবের পিকনিকের জন্য তাঁর কাছে ১৫ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে তাঁর বাড়ি ভাঙচুর করে ক্লাবের সদস্যরা।
আরও পড়ুন: ১৫ বছর ধরে পানীয় জলের সমস্যায় জেরবার বাসিন্দারা, রাজনৈতিক তরজা তুঙ্গে
ভাঙচুরের ছবি ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরাতে। যদিও ব্যবসায়ীর বাড়ি ভাঙচুরের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। চাঁদা সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ইদ উপলক্ষে মঙ্গলবার রাতে জগৎবল্লভপুরের মুন্সিরহাটে স্থানীয় ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর লোহার রড, লাঠি এবং অস্ত্র নিয়ে স্থানীয় ব্যবসায়ী শেখ ইসমাইলের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: দলের হাল ফেরাতে বঙ্গ সফরে দলীয় নেতৃত্বের সঙ্গে চার বৈঠক করবেন অমিত শাহ
ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বড় বড় ইট পাটকেল ছোড়া হয়। বেশ কয়েকজন পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় লিখিত অভিযোগে ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হবে বলেই পুলিশ সূত্রে খবর।