বাংলার খবর
১৫ বছর ধরে পানীয় জলের সমস্যায় জেরবার বাসিন্দারা, রাজনৈতিক তরজা তুঙ্গে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জেলাজুড়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের গড় হিসেবেই পরিচিত ঘাটাল পৌরসভা। এই পৌরসভার ইতিহাস বলছে পৌর চেয়ারের দখল সিংহভাগই থেকেছে ডানপন্থীদের দখলে।
এমনকি গত ১৫ বছর ধরে পৌরসভা তৃণমূলের হাতে থাকলেও এখনও পর্যন্ত পানীয় জলের সমস্যায় জেরবার পৌর এলাকার অধিকাংশ ওয়ার্ড।পানীয় জলের চরম সমস্যার জেরে রীতিমতো ক্ষোভে ফুঁসছে পৌরবাসী। সেই জল সমস্যাকে হাতিয়ার করে এবার ময়দানে সিপিআইএম।
তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে এলাকাবাসীকে পরিশ্রুত পানীয় জল দেওয়ার দাবি তুলে ঘাটাল পৌরসভার ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টারে পোস্টারে ছয়লাপ করল সিপিআইএম। এই ঘটনার জেরে রীতিমতো অস্বস্তিতে পৌরবোর্ড।
আরও পড়ুন: জুয়ার ঠেকে হানা দিয়ে গ্রেফতার ৭, উদ্ধার প্রচুর মোবাইল,নগদ টাকা
বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের জন্য চরম সমস্যা দেখা দিয়েছে। কল আছে আর সেই কলে জল না পাওয়ার জন্যই চরম পানীয় জলের সমস্যায় ভুগছে ওয়ার্ডের বাসিন্দা। ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের অভিযোগ, বারেবারে পৌরসভায় আবেদন জানিয়েও পানীয় জলের সুব্যবস্থা করেনি তৃণমূল পরিচালিত পৌরসভা।
পৌরবাসীকে পানীয় জল দিতে ব্যার্থ পৌরসভা। এই অভিযোগ তুলে পৌরবাসীর সমর্থন জোগাড় করতে ময়দানে সিপিএম নেতা-কর্মীরা। ইতিমধ্যে ১৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সমস্ত জায়গাতে পানীয় জলের দাবিতে পোষ্টারিং করল সিপিআইএম। যদিও পানীয় জলের সমস্যা রয়েছে তা স্বীকার করেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা।
আরও পড়ুন: ইন্সটাগ্রাম পোস্টে ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন করণ জোহর
জল নিয়ে সিপিএম রাজনীতি করছে বলে সিপিএমকে তিনি কটাক্ষ করেন। এদিন তিনি বলেন, ”নতুন পাম্প দ্রুত চালু হবে জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে।” এদিকে এলাকার মানুষজনের অভিযোগ, বারেবারে পৌরসভা থেকে তাঁদের পানীয় জলের সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ হয়নি। এখন দেখার কবে পৌরবাসী পর্যাপ্ত পরিমাণে সঠিক পানীয় জল পান।