বাংলার খবর
নৃশংস ঘটনা! কুকুরের উপর অ্যাসিড হামলার অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চরম নক্কারজনক ঘটনা। অবলা সারমেয়র উপর অ্যাসিড হামলার অভি্যোগ উঠল। পথ কুকুরের উপর অ্যাসিড হামলার অভিযোগ দুবরাজপুরে। বীরভূমের দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড়ের কাছে মঙ্গলবার রাত্রে একটি পথ কুকুরকে অ্যাসিড মারা হয় বলে অভিযোগ উঠেছে।
কে বা কারা কি উদ্দেশ্যে অবলা প্রাণীর উপর এই ধরণের হামলা চালালো তা জানা যায়নি। অ্যাসিড হামলায় গুরুত্বর আহত ওই কুকুরটি বর্তমানে চিকিৎসাধীন।
আরও পড়ুন: সিবিআই চান না, বিচারপতিকে জানালেন নির্যাতিতার বাবা
জানা গিয়েছে, সিউড়ির একটি পশুপ্রেমী সংস্থার তরফে বুধবার সকালে কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। বর্তমানে সিউড়ি পশু হাসপাতালে চিকিৎসা চলছে ওই পথ কুকুরটির। তবে এই প্রথম নয়, বীরভূম জেলায় এর আগেও পথ কুকুরকে মারধরের ঘটনা ঘটেছে একাধিকবার।
আরও পড়ুন: চাঁদা দিতে অস্বীকার, ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ
অবলা জীবজন্তুদের উপর অত্যাচারের ঘটনা এই প্রথম নয়। এর আগেও জলপাইগুড়িতে কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মদ্যপান করেছিলেন বলে জানা গিয়েছিল। কিছুদিন আগেও ছাগলকে ধর্ষণের ঘটনা আসে প্রকাশ্যে। এরপর ফের বাংলায় এই ধরণের ঘটনা প্রকাশ্যে আসায় ছিঃ ছিঃ পড়ে গিয়েছে পশুপ্রেমী মহলে।