দলের হাল ফেরাতে বঙ্গ সফরে দলীয় নেতৃত্বের সঙ্গে চার বৈঠক করবেন অমিত শাহ
Connect with us

রাজনীতি

দলের হাল ফেরাতে বঙ্গ সফরে দলীয় নেতৃত্বের সঙ্গে চার বৈঠক করবেন অমিত শাহ

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যে আশাতীত ফল করার পর একুশে রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর পদ্ম শিবিরের সেই আশা মুখ থুবড়ে পড়ে। শুধু তাই নয়, তারপর থেকেই রাজ্য বিজেপিতে শুরু হয় রক্তক্ষরণ। একের পর এক বিধায়ক দল ছেড়েছেন। হাতছাড়া হয়েছে একের পর এক পঞ্চায়েত। সেই ধারা আজও অব্যাহত। তারমধ্যে দলীয় গোষ্ঠী কোন্দল, অন্তর্কলহ প্রকট হয়ে উঠেছে। যার প্রভাব পড়েছে সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচন গুলোতেও।

কলকাতাসহ রাজ্যের সমস্ত পুরসভা ও পৌরসভা নির্বাচনেও লজ্জাজনক ফল করেছে বিজেপি। লোকসভা উপনির্বাচনে আসানসোলের মতো শক্ত ঘাঁটিও হাতছাড়া হয়েছে। ভোটব্যাঙ্কে ধ্বস নেমেছে। অনেক জায়গাতেই বিজেপি কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। সবমিলিয়ে বঙ্গ বিজেপির বেহাল দশা ক্রমশ প্রকট হয়ে উঠছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে যা যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে উঠেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভালো ফল করার অন্যতম কাণ্ডারী ছিলেন অমিত শাহ। তাই আগামী বৃহস্পতিবার দু’দিনের বাংলা সফরে এসে বেশিরভাগ সময়টাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যয় করবেন দলের জন্যই। বৃহস্পতিবার সকালে শহরে এসে শুক্রবার রাতেই তিনি আবার দিল্লি ফিরে যাবেন। এর মধ্যেই বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ছ’টা পর্যন্ত শিলিগুড়ির দেশবন্ধু পরম ইনডোর স্টেডিয়ামে উত্তরবঙ্গের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ওইদিন রাতে দার্জিলিঙে তিনি যে হোটেলে উঠবেন সেখানেও রাত সাড়ে আটটা থেকে সাড়ে ন’টা পর্যন্ত, প্রায় এক ঘণ্টা সেখানকার নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করার কথা রয়েছে তাঁর। দু’দিনের এই বাংলা সফরে রাজ্য বিজেপির নেতা, কর্মীদের সঙ্গে মোট চারটি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন – ঠাসা কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দু’দিনের বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Advertisement

শুক্রবার বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত কলকাতার হোটেলে রাজ্যের সমস্ত দলীয় বিধায়ক ও সাংসদের নিয়ে একটি সভা করার কথা রয়েছে তাঁর। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন দলীয় সাংসদ ও বিধায়করা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও দলের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এবং তা একাধিক ক্ষেত্রে প্রকাশ্যে চলে এসেছে। সম্প্রতি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পাটের দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীয়ূষ গোয়ালকে চিঠি লিখেছেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রীয় নীতির সমালোচনা করার পাশাপাশি রাজ্যের পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে অর্জুন সিং প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যও চেয়েছেন। প্রয়োজনে তাঁর সঙ্গে একযোগে পাটের দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন। যা চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে দলকে। তাঁর এই পদক্ষেপের পরই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে, এবার কি অর্জুন সিংও তৃণমূলে ফিরতে চলেছেন! আর এই সব কিছুর সমাধানের জন্যই শুক্রবার বিকালে দলীয় সাংসদদের নিয়ে সভায় বসবেন অমিত শাহ। সেখানে তিনি বিধায়ক ও সাংসদের কাছ থেকে সমস্ত সমস্যা ও অভিযোগ শুনবেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকে অর্জুন সিং উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সেই সমস্ত সমস্যা, অভিযোগ নিয়ে ওইদিন রাতে বিজেপি রাজ্য দফতরে জেলা ও রাজ্যের সমস্ত নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সমস্ত সমস্যার সমাধান কীভাবে হবে এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করা এবং রণনীতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন – বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.