Big Breaking বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু
Connect with us

দেশের খবর

Big Breaking বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জল্পনার অবসান। এনডিএ-এর রাষ্ট্রপতি প্রার্থী হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার রাতে দিল্লির দলীয় সদর দফতর থেকে এই কথা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচন নিয়ে এদিন বৈঠকে বসেছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে ২০ জনের নাম নিয়ে আলোচনা হয়। তারপরই আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্ত হয় বলে জানিয়েছেন নাড্ডা। মঙ্গলবার বিকালেই বিরোধী শিবিরের পক্ষ থেকে যশোবন্ত সিনহার নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এবার যশোবন্তের প্রতিপক্ষ হিসেবে এই আদিবাসী জনজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।


ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা দ্রৌপদী মুর্মু ওড়িশার প্রাক্তন মন্ত্রী ছিলেন। ২০০০ এবং ২০০৫ সালে ওড়িশার রায়রাংপুর বিধানসভা কেন্দ্র থেকে দু’বারের বিজেপি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। বিজেপি এবং বিজু জনতা দলের জোট সরকারের বাণিজ্য ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী হয়েছিলেন দ্রৌপদী মুর্মু। পরে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীও হন তিনি। ২০০৭ সালে সেরা বিধায়ককের স্বীকৃতি হিসাবে নীলকন্ঠ পুরস্কারও পেয়েছিলেন তিনি। এরপর ২০১৫ সালে তাঁকে ঝাড়খণ্ডের রাজ্যপাল করা হয়। তিনিই ছিলেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল। ২০২১ সাল পর্যন্ত তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন।
এবার সেখান থেকেই কি তাঁর গন্তব্য রাইসিনা হিল! ভোটের অংক যা বলছে এবং সবকিছু ঠিক থাকলে দেশ এবার প্রথম আদিবাসী বা তপশিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত মহিলা রাষ্ট্রপতি পেতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত।


১৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সময় এনডিএ জোট প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দ্রৌপদী মুর্মু নামও শোনা গিয়েছিল। কিন্তু সেবার তাঁর নাম বিবেচিত হয়নি। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোট প্রার্থী কে হবেন, তা নিয়ে প্রথম থেকেই চলছিল জল্পনা। বেশ কয়েকদিন ধরেই বিজেপির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছিল, এবার এক আদিবাসী সম্প্রদায়ভুক্ত মহিলা মুখকেই প্রার্থী করতে চলেছে এনডিএ। তারমধ্যে চারজনের নাম শোনা যাচ্ছিল। তাঁরা হলেন, অর্জুন মুন্ডা, জুয়েল ওঁরাও, দ্রৌপদী মুর্মু এবং অনুসূয়া উইকে। মহিলা হওয়ায় এই চারজনের মধ্যে কিছুটা হলেও এগিয়েছিলেন অনুসূয়া এবং দ্রৌপদী। অবশেষে মনোনয়ন পেলেন দ্রৌপদী। যদিও গত কয়েকদিন ধরে বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর নামও শোনা যাচ্ছিল। কিন্তু গতবার দলিত সম্প্রদায় থেকে রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি বেছে নেওয়ার পর এবার আদিবাসী মহিলা মুখকেই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নিল বিজেপি তথা এনডিএ জোট। আগামী ১৮ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.