দেশের খবর
ব্যবধান বাড়িয়ে রাইসিনা হিলের দিকে এগোচ্ছেন দ্রৌপদী মুর্মু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাইসিনা হিলের উত্তরসূরির দৌড়ে শেষ হাসি কে হাসবেন তা জানতে গোটা দেশের নজর এখন জাতীয় রাজনীতিতে। টানটান লড়াই চলছে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার।
সংসদ ভবনের ৬৩ নং কক্ষে চলছে ভোট গণনা। প্রথম রাউন্ডের শেষেও এগিয়ে NDA দলের প্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রথম দফার গণনায় এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত মোট ভোটমূল্য হল ৩ লাখ ৭৮ হাজার। বিরোধি পক্ষের সমর্থিত প্রার্থী যশবন্ত সিনহার প্রাপ্ত মোট ভোটমূল্য হল ১ লাখ ৪৫ হাজার ৬০০। দ্বিতীয় দফার গণনাতেও এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু। দ্বিতীয় রাউন্ডের ভোটে তিনি এগিয়ে রয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ভোটে।
এদিকে প্রথম রাউন্ডের গণনার পর দ্রৌপদী মুর্মু নেতৃত্ব দেওয়ার বিষয়ে, বিজেডি সাংসদ অনুভব মোহান্তি বলেছেন, “এটা ওড়িশার জন্য অত্যন্ত গর্বের বিষয়। একজন আদিবাসী মহিলা দেশের সবচেয়ে বড় পদ পাচ্ছেন। এটা খুবই আনন্দের বিষয়। উপজাতীয় সমাজ কারণ উড়িষ্যায় ৬২টি উপজাতীয় গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে একটি সমাজের দ্রৌপদী মুর্মু”।
আরও পড়ুন: ভোটে জেতালেই দেওয়া হবে বিনামূল্যে বিদ্যুৎ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও দৃঢ় বিশ্বাসী যে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। এদিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল উদযাপন করতে গিয়ে লোক শিল্পীদের সঙ্গে নাচে যোগ দেন তিনি। তিনি বলেন, ”প্রথম দফা গণনা শেষ হওয়ার পরে এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহার থেকে অনেক এগিয়ে রয়েছেন”।
আরও পড়ুন: Big Breaking: ধনখড়কে সমর্থন নয়, সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে দ্রৌপদী মুর্মুর জয় একপ্রকার নিশ্চিত করেই দেশের বিভিন্ন প্রান্তে NDA প্রার্থীর সমর্থনে জয় উদযাপনে নেমেছেন বিজেপি সমর্থকরা। দ্রৌপদী মুর্মুর দেশের বাড়িতেও জয়ের উচ্ছ্বাস। সেজে উঠেছে ওড়িশায় তাঁর নিজের গ্রাম। পরিবারেও খুশির হাওয়া।