বাংলার খবর
রাইসিনা হিলে দ্রৌপদী মুর্মু, জেলায়-জেলায় সেলিব্রেশন মুডে BJP

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে শেষ হাসি হাসলেন দ্রৌপদী মুর্মু। রাইসিনা হিলের গদি দখলের লড়াইয়ে প্রত্যাশা মতোই তিনিই জয়ী হলেন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু জয়ী হওয়াতে উৎসবে মেতেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধান বাড়িয়ে ৬ লাখেরও বেশি ভোটে জিতেছেন দ্রৌপদী মুর্মু। পরাজিত হয়েছেন বিরোধী পক্ষের সমর্থিত প্রার্থী যশবন্ত সিনহা। এদিকে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা হতেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আদিবাসি সমাজের পক্ষ থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়।
গান, নাচ, পথ চলিত মানুষদের মিষ্টি মুখ করানো হয় এদিন। এই বিষয়ে আদিবাসী নেতা কার্তিক পাহান জানান, আদিবাসী সমাজ স্বাধীনতা সংগ্রামী থাকলেও স্বাধীনতার ৭৪ বছরে কোনও দলই এই সমাজকে গুরুত্ব দেয়নি। বিজেপির পক্ষ থেকে পিছিয়ে পড়া আদিবাসি সমাজ থেকে এক মহিলাকে দেশের সর্বচ্চ পদে বসানো হল। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়া পিছিয়ে পড়া আদিবাসি সমাজ আজ মাথা উচু করে দাঁড়াবার সুযোগ পাবে।
শুধু তাই নয়, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হতেই সেলিব্রেশন শুরু ডুয়ার্সের আদিবাসী মহল্লা গুলিতে। রাষ্ট্রপতি নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেছেন তিনি। বৃহস্পতিবার রাত থেকেই অকাল হোলি ও ধামসা মাদল নিয়ে রাস্তায় নাচলেন ডুয়ার্সের আদিবাসী মানুষেরা।
সম্পূর্ন অরাজনৈতিক ভাবে সেলিব্রেশন করার দাবি উঠলেও সেখানে অবশ্য বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী ও অন্যান্য বিজেপি নেতাদের দেখা গিয়েছে।
আরও পড়ুন: Big Breaking: বিরোধী প্রার্থী আলভাকেও সমর্থন নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল
অন্যদিকে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু নির্বাচিত হতেই খুশির জোয়ারে ভাসল আদিবাসী সমাজ। বৃহস্পতিবার দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সাজো সাজো রব পড়ে যায় জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানের আদিবাসী সমাজে। শিকারপুরের দেবী চৌধুরানীর মন্দিরে পুজো দেন তাঁরা। এরপর শুরু হয় ঢোল, মাদোল সহযোগে আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতির আনন্দ উৎসব।
রাষ্ট্রপতি পদে যশবন্ত সিনহাকে পিছিয়ে ফেলে দ্রৌপদী মুর্মুর জয়। আর এই জয়ের কারণে অন্যান্য জায়গার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বিজয় উল্লাসে মেতে ওঠে জেলা বিজেপি নেতৃত্বরা।
বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট শহরের কল্যাণীঘাট এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে সামনে আতশবাজি ফাটিয়ে আবির উড়িয়ে মিষ্টি মুখ করান সাধারণ মানুষদের জেলা বিজেপি নেতৃত্বরা।
আরও পড়ুন: আমরা বিত্তবান প্রধানমন্ত্রী চাই না, একুশের মঞ্চে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
যেখানে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ি, তপনের বিধায়ক বুধুরাই টুডু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।