দেশের খবর
রাষ্ট্রপতি নির্বাচনে ‘রিসর্ট রাজনীতি’ বিতর্ক, টুইটে খোঁচা অভিষেকের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাইসিনা হিলের উত্তরসূরি লড়াইয়ে যুযুধান শাসক-বিরোধী দু’পক্ষই। লড়াই চলছে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোমবার সকাল থেকেই ব্যস্ত BJP এবং বিরোধী পক্ষ। হাইপ্রোফাইল এই নির্বাচন ঘিরে বঙ্গ রাজনীতিতেও চড়ছে উত্তেজনার পারদ।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন বিজেপির (BJP) সব ভোট নিজেদের দিকে টানতে রবিবার রাত থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছিল গেরুয়া শিবির। যদিও বঙ্গ বিজেপিতে ৬৯জন বিধায়ককে রাজারহাটের নিউটাউনে একটি পাঁচতারা হোটেলে রবিবার থেকেই নিয়ে এসে রেখেছিল বিজেপি। এদিন সকালে সবাইকে বাসে করে নিয়ে আসা হয় হোটেল থেকে বিধানসভা ভবনে। যদিও রাষ্ট্রপতি নির্বাচনে কোনও দলই তাঁদের বিধায়ক সাংসদদের উপর কোনও রকম হুইপ জারি করতে পারবে না বলে আগেই জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।
জাতীয় নির্বাচন কমিশনের সেই বাণীকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিধানসভায় রাষ্ট্রপতি ভোট দিতে আসা বিজেপি বিধায়কদের হালহকিত দেখে বঙ্গ বিজেপিকে টুইট বার্তায় বিঁধেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।
KARMA has no Menu. YOU GET SERVED WHAT YOU DESERVE. Folks @BJP4India will ALWAYS have to bow to the POWER OF PEOPLE.
HILARIOUS to see instead of holding MLAs of other political parties captive, BJP's 'RESORT POLITICS' have backfired on them!
Truly, BENGAL SHOWS THE WAY.. https://t.co/VAfXd9LAZe
— Abhishek Banerjee (@abhishekaitc) July 18, 2022
তিনি বলেন, ”যা করবে, তার ফল ভোগ করতে হবে, এটাই কর্মফল। বিজেপি সর্বদাই সাধারণ মানুষের ক্ষমতার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। সবথেকে হাস্যকর, বিজেপি এতদিন অন্য দলের বিধায়কদের বন্দি করে রাখত। এবার নিজেরাই রিসর্ট-রাজনীতির শিকার। বাংলাই পথ দেখাল”।
আরও পড়ুন: Big Breaking: উপ রাষ্ট্রপতি নির্বাচনে ধনখড়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন UPA প্রার্থী মার্গারেট আলভা
অন্যদিকে, বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শাসকদলের প্রার্থী দ্রৌপদী মুর্মু ৭০ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন রাষ্ট্রপতি নির্বাচন। পাশাপাশি বিজেপি বিধায়কেরা কেউ কেউ এদিন দাবি করেছেন বাংলা থেকে অনেক বেশি ভোট পাবেন দ্রৌপদী মুর্মু।
তৃণমূলের অনেক সাংসদ বিধায়ক নাকি বিবেকের ডাকে দ্রৌপদীকেই ভোট দেবেন বলে দাবি করেছেন তাঁরা। যদিও কোন প্রার্থী জিতলেন, কত ভোটে জিতলেন, ক্রশ ভোটিং হল কী হল না সে সব জানা যাবে আগামী ২১ জুলাই।
এদিন নিউটাউনের হোটেল থেকে বাসে করে বিজেপি বিধায়কদের নিয়ে আসা হয় বিধানসভা ভবনে। দেখা যায় বিধানসভা ভবনের মূল গেটের বাইরে বিজেপি বিধায়কেরা লাইন দিয়ে ভিতরে ঢুকে ভোট দেওয়ার জন্য লাইন দিয়েছেন।
আরও পড়ুন: Presidential election 2022: রাষ্ট্রপতি নির্বাচনেও টাকার খেলা চলছে, বিস্ফোরক দাবি যশবন্ত সিনহার
বিজেপি বিধায়কদের প্রত্যেকেরই গলায় হলুদ রঙের উত্তরীয়। সেই উত্তরীয় নাকি আদিবাসী সংস্কৃতির প্রতীক। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়া দ্রৌপদী জনজাতির প্রতিনিধি, তাই তাঁকে প্রকাশ্যে সমর্থন জানাতে আদিবাসীদের ব্যবহৃত কাপড়ের উত্তরীয় গলায় পড়ে বিধানসভায় এসেছেন বিজেপির বিধায়কেরা।