বাংলার খবর
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ষষ্ঠ ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে’ ব্যাপক সাফল্যের মুখ দেখল বাংলা। রাজ্যের ভাণ্ডারে যোগ হল আরও একগুচ্ছ বিনিয়োগের তালিকা। কর্ম সংস্থান থেকে মউ স্বাক্ষর নতুন-নতুন শিল্পের দিশা দেখাচ্ছে বাংলা।
বৃহস্পতিবার নিউটাউনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বক্তব্যের পরই মঞ্চে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee। এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”গত পাঁচ BGBS-এ ১২ লাখ কোটির বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল বাংলা। করোনার কারণে দু’বছর পর ফের বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতেই ২০২২ সালে মোট ১৩ লাখ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বাণিজ্যিক বিনিয়োগের মুখ দেখল বাংলা। প্রায় ৪০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে বাংলায়। গত ২ দিনের এই সম্মেলন ব্যাপক সাফল্য পেয়েছে। জেলায়-জেলায় এর সাফল্য ছড়িয়ে পড়েছে।
এছাড়াও বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে তিনি আরও বলেন, ”রাজ্যে বিনিয়োগ টানতে এই বাণিজ্য সম্মেলন। CII-FCII-এর অবদানের জন্য ধন্যবাদ। এই সম্মেলনে ১৩৭টি মউ স্বাক্ষরিত হয়েছে।” তিনি আরও বলেন, ”শিল্পই আমার লক্ষ্য। নতুন বিনিয়োগে রাজ্যে যে শিল্প গড়ে উঠবে তাতে নতুন ৪০ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হবে। বাগডোগরা আন্তর্জাতিক এবং অণ্ডাল আন্তর্জাতিক বিমান বন্দর তৈরি হবে। রাজ্যে বাণিজ্যের দিশা দেখাতে ইনফোসিস এবং ফ্লিপকার্টও বিনিয়োগ করেছে। এবছর সম্মেলন থেকে ৩.৪২ লাখ কোটির বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে।
আরও পড়ুন: গুরুত্ব হারাচ্ছেন দলে, নতুন মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে ক্ষোভ BJP-এর অন্দরে
মুখ্যমন্ত্রী বলেন, ”জঙ্গল সুন্দরী প্রকল্প চালু হওয়ার পথে। দুর্গাপুজোয় বাংলায় প্রায় ৩৬ হাজার কোটি টাকার ব্যবসা হয়।” বাংলার দুর্গা পুজো বিশ্বের দরবারে তথা ইউনেস্কের মঞ্চে স্বীকৃতি পেয়েছে। আর তার জন্য সকলকে বাংলার পুজো দেখতে আসার জন্যও আমন্ত্রণ জানান তিনি। এছাড়াও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এক্সপোর্ট হাবে এ বিষয়ে নজর রাখতে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বাংলার সংস্কৃতি থেকে শুরু করে রাজ্যের শিল্প গড়ার ক্ষেত্রে যাবতীয় পরিবেশ রয়েছে।
দ্বিতীয় বৃহত্তম কোল্ড ব্লগ ডেউচা পাঁচামি তৈরি হচ্ছে। করোনার জন্য উন্নয়ন থেমে থাকতে পারে না। বাংলা শিল্পের ভালো জায়গা তৈরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: জম্মু কাশ্মীরে এনকাউন্টার: সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা
এছাড়াও এদিন তিনি বঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিপুল বিনিয়োগের কথাও জানান। প্রযুক্তি ক্ষেত্র থেকে ধর্মীয় উৎসব, অনুষ্ঠান সবকিছু থেকে বাংলার ব্যাপক আয়ের কথাও জানান মুখ্যমন্ত্রী।