গুরুত্ব হারাচ্ছেন দলে, নতুন মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে ক্ষোভ BJP-এর অন্দরে
Connect with us

রাজনীতি

গুরুত্ব হারাচ্ছেন দলে, নতুন মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে ক্ষোভ BJP-এর অন্দরে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জেলায়-জেলায় অব্যাহত BJP-এর গোষ্ঠী কোন্দল। বিজেপির মন্ডল সভাপতির নাম ঘোষণা হতেই ক্ষুব্ধ হয়ে উঠল স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। বুধবার জেলা বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করেছে। আর সেই নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন বিষ্ণুপুরের বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।

পাত্রসায়ের মন্ডল দুই এর বিজেপি সভাপতি তমাল কান্তি গুইকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে অনুপ ঘোষকে। আর এই রদবদলের জন্য প্রাক্তন মন্ডল সভাপতি তমাল কান্তি গুই সাংবাদিকদের মুখোমুখি হয়ে MLA ও MP দের কাঠগড়ায় তুলেছেন । তিনি বলেন, ”যারা মাসোয়ারা তুলে দিতে পারবেন MLA ও MP রা তাদের পদ দিয়েছেন।” 

আরও পড়ুন: আট স্তম্ভের ওপর দাঁড়িয়ে রাজ্যের উন্নয়ন, শিল্পপতিদের বিনিয়োগে আহ্বান মুখ্যমন্ত্রীর

Advertisement

অন্যদিকে, সোনামুখী পৌর শহরে দীর্ঘ দিনের পুরোনো এক বিজেপি কর্মীর বাসুদেব লোহার বলেন , ”সোনামুখী নগর মন্ডলের যে বিজেপি সভাপতি হয়েছে তাতে আমরাও খুশি নয়। যারা দীর্ঘদিন লড়াই করল তারা পদ পেল না। অথচ যারা কয়েক দিন আগে এসেছে তাদেরকে পদ দেওয়া হয়েছে।” 

এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীকে ফোন করা হলে তিনি বলেন , ”এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার এ বিষয়ে আমি কিছু বলবো না।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় রাজ্যপাল! কেন্দ্রীয় সংস্থা দিয়ে বিনিয়োগকারীদের বিরক্ত না করার পাল্টা অনুরোধ মুখ্যমন্ত্রীর

Advertisement

আর এই বিষয় নিয়ে বিজেপিকে খোঁচা মারতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বিষয়ে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন, ”বিজেপির কে মন্ডল সভাপতি হল তাই নিয়ে আমাদের কোনও কৌতূহল নেই। তাছাড়া এটা বিজেপির চরিত্র”।