বাংলার খবর
BGBS 2022: বঙ্গ বাণিজ্যে বিনিয়োগ নিয়ে একগুচ্ছ ঘোষণা, জেনে নিন কোন খাতে কত হল বিনিয়োগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ষষ্ঠ ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে’ লগ্নি নিয়ে বড় ঘোষণা। রাজ্যে বিপুল পরিমাণ লগ্নি করতে চলেছে বিভিন্ন শিল্প গোষ্ঠী। বিশ্বের দরবারে বাংলার বাণিজ্যিক সাফল্য তুলে ধরতে রাজ্যে শিল্পে বিনিয়োগ করতে চলেছে ইনফোসিস, ফ্লিপকার্টের মতোন ই-কমার্স সাইটগুলি।
জানা গিয়েছে, কলকাতার রাজারহাট নিউটাউনে অনুষ্ঠিত দুই দিনের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন চার হাজার তিনশো জন প্রতিনিধিরা। করোনার জন্য উন্নয়ন থেমে থাকতে পারে না জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা শিল্পের গেটওয়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এক্সপোর্ট হাবে এ বিষয়ে নজর রাখতে মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, ”বাংলায় সংস্কৃতি থেকে শুরু করে রাজ্যের শিল্প গড়ার ক্ষেত্রে যাবতীয় পরিবেশ রয়েছে।”
জানা গিয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২২ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে বাংলার মোট ৭টি বিশ্ব বিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Kolkata University) উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় তিনটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে মউ স্বাক্ষর করেছেন। ইংল্যান্ডের ইউসিএল, লিডস বিশ্ববিদ্যালয় ও পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা গাঁটছড়া বাঁধে কলকাতার সঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur university) স্বাক্ষর করে পাঁচটি মউ। যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস, সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। পোল্যান্ড, ইংল্যান্ড ছাড়াও ভিন রাজ্যের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা ও ছাত্র বিনিময় নিয়ে চুক্তি করে যাদবপুর বিশ্ব বিদ্যালয়।
আরও পড়ুন: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এছাড়াও অ্যাডামাস, সিকম, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মউ স্বাক্ষর করেছে। সিস্টার নিবেদিতা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নেতাজি সুভাষের নামে ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়বে। চিকিৎসা গবেষণামূলক প্রতিষ্ঠান ও হাসপাতালও হবে। দার্জিলিংয়ে হবে নতুন স্কিল বিশ্ববিদ্যালয়। এছাড়াও আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রাজ্যে বিনিয়োগের কথা ঘোষণা করেছে। আজ আরও চারটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষর হয়েছে।
শুধু তাই নয়, আগামী দিনে বঙ্গে শিক্ষা, স্বাস্থ্য এবং ডিজিটাল ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক উন্নতির আশা রয়েছে বলেও জানিয়েছেন এই সম্মেলনে অংশগ্রহনকারী বিভিন্ন শিল্পপতিরা। এই বিষয়ে ফিনল্যান্ডের মন্ত্রী জানিয়েছেন, শিক্ষা এবং প্রযুক্তিগত দিক থেকে বাংলাকে সবরকম ভাবে সহায়তা করা হবে। রাজ্যে বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে মণিপাল বিশ্ব বিদ্যালয়। তাঁরা এখানে দু’টি ক্যাম্পাস তৈরি করবে বলে জানা গিয়েছে। প্রথম ক্যাম্পাসটি হবে প্রযুক্তি ও ম্যানেজমেন্ট পড়ার জন্য এবং দ্বিতীয়টি হবে নার্সিং – মেডিক্যাল কলেজের জন্য।
আরও পড়ুন: গুরুত্ব হারাচ্ছেন দলে, নতুন মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে ক্ষোভ BJP-এর অন্দরে
এছাড়াও এবারের বাণিজ্য সম্মেলনে বাংলার শিল্প, স্বাস্থ্য, শিক্ষা এবং পর্যটনের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু বাংলার অর্থনীতির দিক থেকে একটি বড় অংশই আসে পর্যটন ক্ষেত্র থেকে। যারফলে বাংলার পর্যটন শিল্পকে আরও জনপ্রিয় করে তুলতে জোর দেওয়া হয়েছে এই সম্মেলনে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমটা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী বছর ২০২৩ সালে সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন তিন দিন ধরে অনুষ্ঠিত হবে। আগামী বছর এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।