দেশের খবর
জম্মু কাশ্মীরে এনকাউন্টার: সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের এনকাউন্টার। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন ভূস্বর্গে ঘুরতে আসা এক পর্যটক। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছে বেশকিছু সেনা সদস্যরা। গোটা ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে কাশ্মীরজুড়ে।
বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে কাশ্মীরের বারামুল্লা জেলায় শুরু হওয়া জঙ্গি বিরোধী অভিযানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শীর্ষ লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি নিহত হয়েছে। এই অপারেশনটি যৌথভাবে পুলিশ বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল। শুধু তাই নয়, এনকাউন্টারে তিন সৈন্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও অনেক জঙ্গি ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
Top LeT #terrorist Commander Yousuf Kantroo killed in #Baramulla #encounter. He was involved in several #killings of civilians & SFs personnel including recent killing of JKP’s SPO & his brother, one Soldier and one civilian in #Budgam district. A big success for us: IGP Kashmir
— Kashmir Zone Police (@KashmirPolice) April 21, 2022
এই বিষয়ে কাশ্মীরের IGP বিজয় কুমার জানিয়েছেন যে, বৃহস্পতিবার পুলিশ ও সেনার সঙ্গে গুলি যুদ্ধে নিহত হয়েছে (Top LeT terrorist Commander) Yousuf Kantroo। এদিন সকালে কাশ্মীরের বারামুল্লা জেলায় এই এনকাউন্টারের ঘটনাটি ঘটেছে বলে তিনি আরও জানিয়েছেন। এই ঘটনায় Budgam জেলার JKP এর SPO এবং তার ভাই, একজন সেনা এবং একজন নাগরিকের সাম্প্রতিক হত্যা সহ বেশ কয়েকটি হত্যা কাণ্ডের সঙ্গে ওই নিহত জঙ্গি জড়িত ছিল। এটি ”আমাদের জন্য একটি বড় সাফল্য”। বলে জানিয়েছেন আইজিপি কাশ্মীর বিজয় কুমার।
আরও পড়ুন: গান্ধীদের দেশে বরিস জনসন, ভারতের মাটিতে পা দিয়েই বিনিয়োগ-কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা
এদিকে বৃহস্পতিবার সকালে নিহত জঙ্গি Yousuf Kantroo-এর মৃত্যুর খবর নিশ্চিত করে একটি টুইট বার্তা পোস্ট করা হয়েছে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে। গোটা ঘটনায় নিহত ও ধৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন পুলিশ।