বাংলার খবর
মাত্র ৪৫ টাকায় পৌঁছনো যাবে দীঘা! কী ভাবে?

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অতিমারির আতঙ্ক কাটিয়ে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জীবন। গত দু’বছর ধরে করোনার কারণে বাড়িতে এক প্রকার বন্দী জীবন কাটাতে হয়েছে গোটা বিশ্বকে। বাদ পড়েননি এই দেশ তথা এই রাজ্যের মানুষও। বদ্ধ জীবন কাটাতে কাটাতে হাঁপিয়ে উঠেছে মানুষ। তার কথাতেই আছে ‘বাঙালির পায়ের তলায় সর্ষে’। তাই কোভিড পরবর্তী কর্মব্যস্ত জীবনে একটু ছুটিছাটা পেলেই উইকেন্ড ট্যুরে রাজ্যের বিভিন্ন ডেস্টিনেশনে ভিড় জমাচ্ছেন ভ্রমণ প্রিয় বাঙালি।
বাঙালির সবথেকে কাছের এবং প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন হল নিঃসন্দেহে দীঘা। কলকাতার গরম থেকে বাঁচতে এবং দু’-একদিনের জন্য নিখাদ আনন্দ উপভোগ করতে গত কয়েক সপ্তাহ ধরেই দীঘায় পর্যটকদের ঢল নেমেছে। সৈকত ও হোটেলগুলোতে তিল ধারণের জায়গা নেই। ফলে ট্রেনে ও বাসে চরম ভিড়। হাওড়া থেকে যে ট্রেনগুলো দীঘা যাচ্ছে তাতে রিজার্ভেশন পাওয়া তো দূরের কথা, ঠিকমতো দাঁড়ানোর জায়গাও থাকছে না। ট্রেনে দীঘা যেতে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা সময় লাগে। জেনারেল টিকিটের ভাড়া ৯০ টাকা এবং রিজার্ভেশনে ভাড়া ১২০ টাকা। এছাড়াও ধর্মতলা থেকে দীঘার অনেক বাস ছাড়ে। সময় লাগে চার থেকে পাঁচ ঘণ্টা। ভাড়া দেড়শো টাকা মতো। কিন্তু, ভিড়ের ঠেলায় অনেকেরই ইচ্ছে থাকলেও উপায় হচ্ছে না। আর না হলে, মোটা টাকা খরচ করে গাড়ি নিয়ে সরাসরি যেতে হচ্ছে দীঘায়।
আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি, আবহাওয়া নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস
তবে অনেক কম খরচে এবং নির্ঝঞ্ঝাটে দীঘা যাওয়ার উপায় কিন্তু আছে। মাত্র ৪৫ টাকা খরচ করেই আপনি হাওড়া থেকে ট্রেনে করে দীঘা পৌঁছে যেতে পারেন। তাও আবার ফাঁকায় ফাঁকায় রিজার্ভেশন ছাড়াই! তাহলে আপনাকে হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখা থেকে লোকাল ট্রেন ধরে প্রথমে মেচেদা অথবা পাঁশকুড়া পৌঁছাতে হবে। হাওড়া থেকে অনেক খড়্গপুর, মেদিনীপুর পাঁশকুড়া, মেচেদা লোকাল রয়েছে। সময় লাগবে দেড় ঘণ্টা। হাওড়া থেকে মেচেদা বা পাঁশকুড়ার ট্রেনের ভাড়া ১৫ টাকা। এরপর আপনাকে মেচেদা বা পাঁশকুড়া থেকে দীঘাগামী লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন ধরতে হবে।
আরও পড়ুন: EMI-এর টাকা নিয়ে ঝামেলা, চরম পরিণতি যুবকের
পাশকুঁড়া-দীঘা ইএমইউ ট্রেনটি প্রতিদিন সন্ধে ৭ টা ৩৫ মিনিটে ছাড়ে। আবার দীঘা থেকে ছাড়ে সকাল ৬টা নাগাদ। আর মেচেদা-দীঘা ইএমইউ ট্রেনটি প্রতিদিন ছাড়ে সকাল সাড়ে ৮টা নাগাদ। আবার দীঘা থেকে ছাড়ে সকাল ১১টা ১৫ নাগাদ। ভাড়া ৩০ টাকা। সময় লাগে আড়াই ঘণ্টা। ফলে মাত্র ৪৫ টাকা খরচ করেই ভিড় এড়িয়ে ট্রেনে চেপে আপনি হাওড়া থেকে নির্ঝঞ্ঝাটে দীঘা পৌঁছে যেতে পারবেন।