খেলা-ধূলা
ইংলিশ প্রিমিয়ার লিগকেও টেক্কা, রেকর্ড অর্থে আইপিএল সম্প্রচার স্বত্ব বিক্রি করল বিসিসিআই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রেকর্ড পরিমাণ অর্থে আইপিএল-এর টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করল বিসিসিআই। আগামী বছর থেকে আইপিএল-এর সমস্ত ম্যাচ কোন টেলিভিশন চ্যানেল এবং ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে, তা চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দুই সম্প্রচারকারী সংস্থার নাম প্রকাশ্যে আনেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএল-এর টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রি করা হয়েছে ২৩ হাজার ৫৭৫ কোটি টাকায়। এবং পাঁচ বছরের ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে ২০ হাজার ৫০০ কোটি টাকায়। অর্থাৎ দু’টো মিলিয়ে মোট ৪৪ হাজার ৭৫ কোটি টাকার বিনিময়ে আগামী ৫ বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করল বিসিসিআই।
হিসেব করে দেখা যাচ্ছে প্রতি ম্যাচ পিছু টেলিভিশন সম্প্রচার থেকে বিসিসিআইয়ের আয় হল ৫৭.৫ কোটি টাকা। এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতি ম্যাচ পিছু সম্প্রচারের মূল্য ৪৮ কোটি টাকা। সব মিলিয়ে আইপিএল-এর প্রতি ম্যাচের সম্প্রচার মূল্য দাঁড়াল ১০৫.৫ কোটি টাকা।
যা গোটা বিশ্বের ক্রীড়াক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ অঙ্ক। সম্প্রচার স্বত্বে শীর্ষে রয়েছে আমেরিকার রাগবি লিগ এনএফএল। এই লিগে প্রতি ম্যাচ পিছু সম্প্রচার স্বত্বের মূল্য ২৭৪ কোটি টাকা। সম্প্রচার স্বত্বের মূল্যে ইংলিশ প্রিমিয়ার লিগকেও টেক্কা দিয়েছে আইপিএল। ইপিএল-এ ম্যাচ পিছু সম্প্রচার স্বত্বের মূল্য ৮৯ কোটি টাকা। মেজর লিগ বেসবলের ক্ষেত্রে অঙ্কটা ৮৯ কোটি টাকা। আমেরিকার বিখ্যাত বাস্কেটবল লিগ এনবিএ-এর ম্যাচ পিছু সম্প্রচার স্বত্বের মূল্য ১৬ কোটি টাকা।
আইপিএলের ইতিহাসে এই নিয়ে তৃতীয় বার সম্প্রচার স্বত্ব বিক্রি করল বিসিসিআই। প্রথমে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৮ হাজার ২০০ কোটি টাকার বিনিময়ে আইপিএলের স্বত্ব কিনেছিল সনি। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৬ হাজার ৩৪৮ কোটি টাকায় আইপিএল সম্প্রচারের স্বত্ব কিনেছিল ডিজনি স্টার। এবার সেই সমস্ত অতীত রেকর্ডকে ভেঙে ৪৪ হাজার ৭৫ কোটি টাকায় আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করল বিসিসিআই। অর্থাৎ গত বারের থেকে আইপিএলের সম্প্রচার স্বত্বের মূল্য বাড়ল প্রায় ১৩৯ শতাংশ।